Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: subartoeee on October 20, 2014, 07:08:29 PM
-
এক্স৩৭-বি’র যাত্রা শুরু হয়েছিল ২০১২ সালের ১১ ডিসেম্বর। ঠিক ৬৭৪ দিন পর ১৭ অক্টোবর ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটে ভ্যান্ডেনবার্গ এয়ার ফোর্স বেইসে অবতরণ করে ওই মিনি-শাটল।
চালকহীন এই বিমানের মিশন সম্পর্কে গোপনীয়তা অবলম্বন করছে মার্কিন বিমান বাহিনী। মহাকাশবিষয়ক সংবাদ মাধ্যম স্পেসেক্স ডটকমের ওয়েবসাইট থেকে জানা যায়, এক্স-৩৭বি বিমানটি ২৯ ফুট লম্বা আর উচ্চতায় ৯.৫ ফুট। ওজন ৪ হাজার ৯শ’ ৮৯ কেজি।
এটা ছিল বিমানটির তৃতীয় মিশন। ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরাল থেকে আগামী বছর এটি চতুর্থ মিশনের জন্য যাত্রা করবে বলে জানিয়েছে বিমানবাহিনী কর্তৃপক্ষ।