Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Shabnam Sakia on October 21, 2014, 12:25:15 PM

Title: ভিনেগার দিয়ে যত্ন
Post by: Shabnam Sakia on October 21, 2014, 12:25:15 PM
ত্বক উজ্জ্বল করে

ভিনেগার ত্বক উজ্জ্বল ও কোমল করতে সাহায্য করে। বাথটাবের হালকা গরম পানিতে ৮ আউন্স পরিমাণ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে ওই পানিতে ১৫ মিনিট শরীর ভিজিয়ে রাখতে হবে। অ্যাপেল সাইডার ভিনেগার শরীরের পিএইচ'য়ের সামঞ্জস্য বজায় রেখে ত্বক কোমল ও উজ্জ্বল করে। বাথটাব ছাড়াও সাধারনভাবে পানিতে ভিনেগার মিশিয়ে গোসল করলেও উপকার পাওয়া যাবে।

চুল পরিষ্কার

চুল পরিষ্কার করতে ভিনেগার দারুণ কার্যকরী। ১ কাপ পানির সঙ্গে ২ টেবিল-চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিতে হবে। গোসলের পর মিশ্রণটি দিয়ে ভেজা চুল ধুয়ে ফেললেই চুল উজ্জ্বল দেখাবে। মিশ্রণটি ব্যবহারের পর চাইলে হালকা কন্ডিশনার ব্যবহার করা যাবে।

ত্বকের পোড়াভাব দূর করতে
ভিনেগার ত্বকের রোদে পোড়াভাব দূর করে ত্বক প্রাণবন্ত করে তোলে। চারকাপ পানির সঙ্গে আধাকাপ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে রোদে পুড়ে যাওয়া স্থানে লাগাতে হবে। অ্যাপেল সাইডার ভিনেগার ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য রক্ষা করে এবং ত্বকের পোড়া দাগ দূর করতে সাহায্য করে।

খুশকি দূর করতে

খুশকির হাত থেকে রক্ষা পেতে সমপরিমাণ ভিনেগার ও পানি এক সঙ্গে মিশিয়ে শ্যাম্পু করার আগে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। এছাড়া শ্যাম্পুর সঙ্গে ১ টেবিল-চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিয়ে চুল পরিষ্কার করলেও ভালো ফল পাওয়া যাবে। অ্যাপেল সাইডার ভিনেগারে রয়েছে অ্যান্টি-ফাংগাল উপাদান যা ত্বকের খুশকি দূর করতে সাহায্য করে। পাশাপাশি এর অ্যাসিডিক উপাদান পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে এবং মাথার ত্বকে পুনরায় ছত্রাকের বৃদ্ধিতে বাধা দেয়।           

পোকামাকড়ের কামড় উপশম
পোকামাকড় কামড় দিলে সঙ্গে সঙ্গে তুলার বল বা প্যাডে অ্যাপেল সাইডার ভিনেগারে ভিজিয়ে আক্রান্ত স্থানে লাগালে তাৎক্ষনিক পরিত্রাণ পাওয়া যায়। ভিনেগারে থাকা এসিড চুলকানি বা জ্বালাপোড়া কমাতে সাহায্য করে।

পায়ের দুর্গন্ধ দূর করে

ব্যাক্টেরিয়া বা ফাঙ্গাসের কারণে অনেকেরই পায়ে বাজে গন্ধ হয়। এক্ষেত্রে একটি পাত্রে ৪ কাপ পানির সঙ্গে ১ কাপ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে ১৫ মিনিট পা ভিজিয়ে রাখতে হবে। তারপর পরিষ্কার পানি দিয়ে পা ধুয়ে ফেলতে হবে। অ্যাপেল সাইডার ভিনেগারে থাকা অ্যান্টিসেপ্টিক উপাদান পা জীবাণু মুক্ত করে দুর্গন্ধ হওয়া থেকে রক্ষা করে।
Title: Re: ভিনেগার দিয়ে যত্ন
Post by: Saba Fatema on November 10, 2014, 02:51:15 PM
Thanks for sharing.
Title: Re: ভিনেগার দিয়ে যত্ন
Post by: sayma on December 07, 2014, 03:00:31 PM
good sharing...
Title: Re: ভিনেগার দিয়ে যত্ন
Post by: ummekulsum on December 07, 2014, 05:56:33 PM
Nice post indeed..
Title: Re: ভিনেগার দিয়ে যত্ন
Post by: ayasha.hamid12 on December 09, 2014, 05:38:08 PM
informative !!!! good to know ...
Title: Re: ভিনেগার দিয়ে যত্ন
Post by: efty11 on December 13, 2014, 11:16:29 AM
Very effective
Title: Re: ভিনেগার দিয়ে যত্ন
Post by: Mousumi Rahaman on December 14, 2014, 07:53:05 PM
useful post..
Title: Re: ভিনেগার দিয়ে যত্ন
Post by: Farhananoor on December 23, 2014, 12:10:18 PM
Informative post.
Title: Re: ভিনেগার দিয়ে যত্ন
Post by: shan_chydiu on January 06, 2015, 01:56:08 PM
Helpful post.
Title: Re: ভিনেগার দিয়ে যত্ন
Post by: saratasneem on January 12, 2015, 03:42:34 PM
The use of Vinegar as formalin reducer is very effective in our daily life.
Title: Re: ভিনেগার দিয়ে যত্ন
Post by: Esrat on January 15, 2015, 02:29:27 PM
 :)
Title: Re: ভিনেগার দিয়ে যত্ন
Post by: Anuz on January 29, 2015, 10:36:22 AM
Informative Post.................
Title: Re: ভিনেগার দিয়ে যত্ন
Post by: shirin.ns on February 25, 2015, 03:59:20 PM
very effective.......