Daffodil International University

Entertainment & Discussions => Travel / Visit / Tour => Topic started by: ariful892 on October 22, 2014, 11:19:10 AM

Title: The world's largest passenger ships
Post by: ariful892 on October 22, 2014, 11:19:10 AM
টাইটানিকের মতই পৃথিবীর সবচেয়ে বড় একটি যাত্রীবাহী জাহাজ যার নাম “ফ্রিডম অফ দ্যা সি”। রয়াল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের মালিকানাধীন

“ফ্রিডম অফ দ্যা সি” হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ। টাইটানিক জাহাজটি থেকে অনুপ্রাণিত হয়েই এই জাহাজ তৈরি করা।
প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ডে তৈরি এই জাহাজটি ৩,৬৩৪ জন যাত্রী আর ১৩৬০ জন ক্রু নিয়ে সমুদ্র বক্ষে চলাচল করতে পারে। ১,১১১.৯ ফুট বা ৩৩৮.৯১ মিটার দীর্ঘ এই জাহাজে ১৫টি প্যাসেঞ্জার ডেকসহ এর মোট ডেক হচ্ছে ১৮টি। ওয়াইফাই ইন্টারনেট সুবিধাসহ এতে রয়েছে ৩টি সুইমিংপুল, একটি ওয়াটার পার্ক, বার, ক্যাসিনো, রেস্টুরেন্ট, আইসক্রিম কর্নার, বাস্কেটবল কোর্ট, মিনি গলফ কোর্স ইত্যাদি।

Source: http://www.latestbdnews.com/others-news/75574/2014/10/news-article