Daffodil International University

Entertainment & Discussions => Travel / Visit / Tour => Topic started by: ariful892 on October 22, 2014, 11:38:15 AM

Title: Air travel by giving only TK. 899
Post by: ariful892 on October 22, 2014, 11:38:15 AM
বিডিলাইভ ডেস্ক: এবার বিমানে যাত্রা মাত্র ৮৯৯ টাকায়৷ যাত্রীদের জন্য এমনই এক বিশেষ অফার দেওয়া হয়েছে স্পাইস জেটের পক্ষ থেকে৷ বিমান সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, এই বিশেষ অফারটি দেওয়া হবে চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত৷

পাশাপাশি আরও জানান হয়েছে, যাত্রীদের নভেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে যাত্রা করতে হবে৷ বুকিং এর নির্ধারিত দিন অতিক্রমের পর টিকিটের দামও বাড়বে বলে জানিয়েছেন তারা৷ তবে নির্ধারিত দিনের মধ্যে টিকিটের দাম কোনও ভাবেই ৮৯৯ থেকে ২৪৯৯ টাকার বেশি হবেনা বলে জানিয়েছেন তারা৷ কিন্তু টিকিট বুকিং করতে হবে চলতি মাসের ২৬ তারিখের মধ্যে৷

৮৯৯ টাকার টিকিটে বিমান যাত্রীরা যেতে পারবেন ব্যাঙ্গালোর, চেন্নাই, কোচি ও গোয়ায়৷ অন্যদিকে ১৫৯৯ টাকার টিকেটে এই স্থানগুলি ছাড়া ভারতের অন্যত্র যাত্রা করা যাবে৷ বিশেষঞ্জ মহলের ধারণা প্রতিযোগিতা মূলক বাজারে আধিপত্য বজায় রাখতেই স্পাইস জেটের এই অভিনব পন্থা৷ পাশাপাশি এর বিশেষ অফারের ফলে উৎসাহী যাত্রীরা স্পাইস জেটের টিকিট কিনতে আগ্রহী হবেন বলে আশাবাদী সংস্থা।

Source: http://goo.gl/fWh6k7