Daffodil International University
Entertainment & Discussions => Travel / Visit / Tour => Topic started by: ariful892 on October 22, 2014, 01:58:41 PM
-
বিশ্বের সপ্তাশ্চর্যের তালিকাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ
১। প্রাচীন যুগ
২।মধ্য যুগ
৩।বর্তমান যুগ
প্রাচীনকালে হেলেনীয় সভ্যতার পর্যটকেরা প্রথম এ ধরনের তালিকা প্রকাশ করেছিল। সেই থেকে প্রতিটি যুগেই এই তালিকা প্রকাশিত হয়েছে।নিম্নে বিশ্বের সপ্তাশ্চর্যের তালিকা দেওয়া হলঃ
প্রাচীন যুগঃ
গিজার মহা পিরামিড
ব্যাবিলনের শূন্য উদ্যান
আর্টেমিসের মন্দির
অলিম্পিয়ার জিউসের মূর্তি
রোডস এর মূর্তি
আলেকজান্দ্রিয়ার বাতিঘর
হ্যালিকারনেসাসের সমাধি মন্দির
মধ্য যুগঃ
আগ্রার তাজমহল
আলেকজান্দ্রিয়ার ভূগর্ভস্থ সমাধি
চীনের প্রাচীর
ইংল্যান্ডের স্টোনহেঞ্জ
রোমের বৃত্তাকার মঞ্চ
নানকিনের চিনামাটির মিনার
সেন্ট সোফিয়ার মসজিদ
বর্তমান যুগ বা নতুন সপ্তাশ্চর্যঃ
চীনের প্রাচীর
পেত্রা
ক্রাইস্ট দ্য রিডিমার
মাচু পিক্চু
চিচেন ইৎসা
কলোসিয়াম
তাজ মহল
গিজার মহা পিরামিড
Source: http://www.latestbdnews.com/others-news/75708/2014/10/news-article#sthash.ZbpaA815.KMTexoDU.dpuf