Daffodil International University
Health Tips => Health Tips => Topic started by: faruque on October 26, 2014, 11:39:34 AM
-
কানের সংক্রমণ মারাত্মক জটিল!
(http://www.bd24live.com/bangla/article_images/2014/10/22/Head-ear.jpeg)
শিশুদের দুটি সাধারণ রোগ— টনসিল ও কানের সংক্রমণ। এ দুটি সমস্যাকে মোটেও অবহেলা করা ঠিক নয়। কারণ এসব রোগ থেকে ভবিষ্যতে তারা কানে না শোনার মতো মারাত্মক জটিলতায় ভুগতে পারে।
নিউক্যাসল ইউনিভার্সিটির সাম্প্রতি এক গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে। ইংল্যান্ডের নিউক্যাসল শহরে ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত জন্ম নেয়া বিভিন্ন বয়সী এক হাজার ১৪২ জনের ওপর এ গবেষণাটি চালানো হয়।
যাদের চার ভাগের এক ভাগের বয়স এখন ৬০ এবং তাদের সবাই প্রায় কানে শোনে না। তথ্য-উপাত্ত ঘেঁটে দেখা গেছে— ছোটবেলায় তারা কানের সংক্রমণে ভুগছিলেন।
বায়োমেডিক্যাল রিসার্চ অ্যাট অ্যাকশনের প্রধান ড. রাফ হোমি পরামর্শ দিয়েছেন, শিশুদের ন্যূনতম কানের সংক্রমণ হলেও দেরি না করে দ্রুত চিকিত্সা নেয়া।
- See more at: http://www.bd24live.com/bangla/article/8552/index.html#sthash.3Uz7xE2P.dpuf