Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: faruque on October 26, 2014, 03:42:27 PM

Title: এবার মাইক্রোসফটও আনছে ঘড়ি
Post by: faruque on October 26, 2014, 03:42:27 PM
এবার মাইক্রোসফটও আনছে ঘড়ি

(http://paimages.prothom-alo.com/contents/cache/images/350x0x1/uploads/media/2014/10/21/b39ffd0df2f1a679d41f58b169ae54bb-1.jpg)

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন ঝুঁকেছে ঘড়ি তৈরির দিকে। এসব স্মার্টওয়াচ জনপ্রিয়তাও পাচ্ছে। অ্যাপলের আইওয়াচ, স্যামসাং গ্যালাক্সি গিয়ারের সঙ্গে এবার যুক্ত হচ্ছে মাইক্রোসফটের স্মার্টওয়াচ। সম্প্রতি বিশ্বসেরা এ সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠানটি নিজেদের স্মার্টওয়াচ বাজারে আনার ঘোষণা দিয়েছে।

তবে নির্দিষ্টভাবে প্রত্যেক নির্মাতার নিজস্ব অপারেটিং সিস্টেমের জন্য স্মার্টওয়াচ হলেও মাইক্রোসফটের স্মার্টওয়াচ যেকোনো অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের সঙ্গে ব্যবহার করা যাবে বলে জানা গেছে। খুব শিগগির বাজারে আসছে এ স্মার্টওয়াচ।

অ্যাপল, স্যামসাংয়ের মতো শীর্ষ সব প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে স্মার্টওয়াচের বাজারে যুক্ত হচ্ছে মাইক্রোসফট। আর যেহেতু এ যন্ত্রটি পরিধেয়, তাই আগামী দিনে এর চাহিদাও বাড়বে। বাজার বিশেষজ্ঞদের মতে, মাইক্রোসফট যেহেতু সব অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের জন্য ঘড়ি নিয়ে আসছে, তাই আশা করা যায়, সব ধরনের ব্যবহারকারীই এটি ব্যবহারে আগ্রহী হবেন।
এ ছাড়া যন্ত্রটির ব্যাটারির আয়ু অন্যান্য স্মার্টওয়াচের তুলনায় দুই দিন বেশি থাকবে। এটি পরোক্ষভাবে ব্যবহারকারীর হৃৎস্পন্দনের হারও জানাতে পারবে।

তবে স্মার্টওয়াচের ব্যাপারে মাইক্রোসফট কর্তৃপক্ষ কিছু জানায়নি। এর আগে ২০১৩ সালে স্যামসাং বাজারে স্মার্টওয়াচ নিয়ে আসে। পরবর্তীকালে অ্যাপলও তাদের স্মার্টওয়াচ উন্মুক্ত করে, যা আগামী বছরের শুরুতেই বাজারে পাওয়া যাবে। নানা ধরনের সুবিধার কারণে স্মার্টওয়াচের প্রতি ব্যবহারকারীদের আগ্রহও বাড়ছে বলে জানিয়েছে গবেষণাপ্রতিষ্ঠানগুলো।

—রয়টার্স ও ফোর্বস অবলম্বনে কাজী আলম