Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: sanjida.dhaka on October 27, 2014, 03:21:21 PM

Title: এক গ্লাস 'মধুর পানি' পানের সাতটি উপকারিতা জেনে নিন
Post by: sanjida.dhaka on October 27, 2014, 03:21:21 PM
(http://www.kalerkantho.com/assets/images/news_images/2014/10/19/image_141204.16-honey-with-warm-water.jpg)

মধুর ২-১টা উপকারিতার কথা অনেকেই জেনেছেন। এক গ্লাস পানিতে সামান্য মধু মিশিয়ে খেলে তা আমাদের বহু উপকার করবে। ঠাণ্ডা লাগলে যেমন এটি উপকারে আসে তেমন তা আপনার ত্বকের বা হজমেরও উপকার করতে পারে। এ লেখায় থাকছে মধুর এমন সাতটি উপকারিতার কথা।

১. ওজন কমাতে সহায়ক
মধুমিশ্রিত এক গ্লাস পানি আপনার দেহের ওজন কমাতে সহায়ক হতে পারে। মধু মিষ্টি হলেও এর মিষ্টতা প্রাকৃতিক। তাই এর মাধ্যমে যে উপকারিতা পাওয়া যাবে, তার কোনো তুলনা হয় না।
২. হজম ভালো করতে
মধুর পানি হজম ভালো করতে সহায়তা করবে। দেহের পরিপাকতন্ত্রের উন্নতিতে কিংবা অ্যাসিডিটি কমাতে এটি ভূমিকা রাখতে পারে।
৩. এনার্জি বাড়াতে
এক গ্লাস মধুমিশ্রিত পানি সকালেই আপনার এনার্জি বাড়িয়ে দেবে। এতে আপনার মানসিকতাও ভালো হবে।

(http://www.kalerkantho.com/assets/images/news_images/2014/10/19/for_details/image_141204_0.imagdes.jpg)

৪. ব্যথা-বেদনা দূর করতে
ঠাণ্ডার সমস্যা, মাথাব্যথাসহ নানা ছোটখাট ব্যথা-বেদনা দূর করতে পারে একগ্লাস মধুমিশ্রিত পানি।
৫. শরীরের বিষ দূর করতে
পানি ও মধু একত্রে পান করলে তা শরীরের বিষ দূর করতে সহায়তা করে। এতে সামান্য লেবু যোগ করলে তা বাড়তি উপকার এনে দেবে।
৬. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে
মধু রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। মধুতে এনজাইম, ভিটামিন ও মিনারেল রয়েছে। আর সকালে এক গ্লাস পানির সঙ্গে তা পান করলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা আগের তুলনায় অনেকখানি বাড়বে।
৭. অ্যালার্জি কমাতে
মধু সেবনে আপনার অ্যালার্জির প্রকোপ কমতে পারে। বিশেষ করে পরিবেশগত অ্যালার্জির ক্ষেত্রে এটি ভালো কাজ করে। এজন্য সকালে এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে সেবন করাই হতে পারে উপযুক্ত সমাধান।
Title: Re: এক গ্লাস 'মধুর পানি' পানের সাতটি উপকারিতা জেনে নিন
Post by: irina on October 27, 2014, 03:34:44 PM
Thanks for reminding us the fact.
Title: Re: এক গ্লাস 'মধুর পানি' পানের সাতটি উপকারিতা জেনে নিন
Post by: ayasha.hamid12 on December 02, 2014, 07:24:10 PM
Drinking a glass of water with honey in the morning is like a medicine..
Title: Re: এক গ্লাস 'মধুর পানি' পানের সাতটি উপকারিতা জেনে নিন
Post by: Md. Neamat Ullah on December 03, 2014, 09:31:16 AM
Thanks for sharing the informative and helpful information.