Daffodil International University

Faculty of Science and Information Technology => Environmental Science and Disaster Management => Topic started by: rumman on October 31, 2014, 10:49:40 AM

Title: ডাকে মিলল নতুন ব্যাঙ!
Post by: rumman on October 31, 2014, 10:49:40 AM
(http://www.kalerkantho.com/assets/images/news_images/print/2014/10/31/untitled-35_145692.jpg)

নতুন প্রজাতির ব্যাঙের সন্ধান দিয়ে ইতিহাস সৃষ্টি করলেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের রজারস ইউনিভার্সিটির গবেষক জেরেমি ফেইনবার্গ। সাধারণত, নমুনা সংগ্রহ করে কিংবা সরাসরি দেখে, পরীক্ষা-নিরীক্ষার পর কোন ব্যাঙ নতুন কি বিদ্যমান প্রজাতিভুক্ত তা বোঝা যায়। কিন্তু জেরেমিকে এগুলোর কিছুই করতে হয়নি, কেবল ব্যাঙের ঐকতান বা একসঙ্গে ডাক শুনেই তিনি নিউ ইয়র্ক শহরে নতুন প্রজাতির এ ব্যাঙের অস্তিত্ব বিষয়ে নিশ্চিত হয়ে যান। জার্নাল প্লস ওয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে জেরেমি জানান, শহরের স্ট্যাটান দ্বীপের জলাভূমি স্টাডি সেন্টারে ব্যাঙটির ভিন্নধর্মী কোরাস বা ঐকতান শুনেই তাঁর খটকা লাগে। এরপর ব্যাঙটি সংগ্রহ করে বংশগতির বিশেষজ্ঞদের সমন্বয়ে করা এক পরীক্ষা শেষে তিনি নিশ্চিত হন শহুরে এ ব্যাঙটি আসলেই নতুন প্রজাতির। প্রায় ৩০ বছর পর ওই অঞ্চলে নতুন একটি ব্যাঙের প্রজাতি পাওয়ার খবরে পরিবেশ বিজ্ঞানীরাও বেশ বিচলিত হয়ে উঠেছেন।
ব্যাঙটি শহুরে বলেই এর আবাস নিয়েও বেশ চিন্তিত হয়ে পড়েছেন জেরেমি। তিনি জানান, শহরের দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে ব্যাঙটি নিশ্চিহ্ন হয়ে পড়তে পারে। এ জন্য তিনি পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তিনি বলেন, ‘ভাগ্যিস ব্যাঙটি পাওয়া গেছে। নাহলে ৫০ বছর পর এর অস্তিত্বও টিকে থাকত না, এবং আমরা জানতেও পারতাম না যে এ ধরনের কোনো ব্যাঙ আছে।’ ব্যাঙটির জন্য উপযুক্ত পরিবেশ পাওয়া যায় কি না, সেদিকেই এখন জেরেমির মূল লক্ষ্য।
সূত্র : বিবিসি
Title: Re: ডাকে মিলল নতুন ব্যাঙ!
Post by: asitrony on June 28, 2015, 11:35:07 AM
exotic!!!
Title: Re: ডাকে মিলল নতুন ব্যাঙ!
Post by: silmi on November 23, 2015, 01:10:24 PM
Thanks for sharing.. Very informative
Title: Re: ডাকে মিলল নতুন ব্যাঙ!
Post by: Kazi Taufiqur Rahman on November 26, 2015, 05:53:22 PM
Nice post. Thanks for sharing.
Title: Re: ডাকে মিলল নতুন ব্যাঙ!
Post by: Farhana Irin on March 08, 2016, 02:03:12 PM
wow...
Title: Re: ডাকে মিলল নতুন ব্যাঙ!
Post by: Fahmida Hossain on March 24, 2016, 02:22:12 PM
nice.....