Daffodil International University
Health Tips => Health Tips => Heart => Topic started by: faruque on November 01, 2014, 12:14:27 PM
-
আদার গুণে আপনার হার্ট থাকুক পারফেক্ট!
(http://www.deshebideshe.com/assets/news_images/cc610922196def906d99636c71ce6c32.jpg)
আমরা সবাই আদার একটাই গুণ সম্পর্কে জানি সেটা হল আদা সর্দি, কাশি, ঠান্ডা লেগে যাওয়ার থেকে আমাদের সুরক্ষা দেয়৷ কিন্তু আমাদের মধ্যে কতজোন জানে যে আদা আমাদের হৃদযণ্ত্রেরও খেয়াল রাখে? তাহলে এবার একটু জেনে নিন কিভাবে এই আদা আমাদের হার্টের যত্ন নেয়৷
আদাতে এমন কিছু উপাদান থাকে যা আমাদের হার্টেকে সুরক্ষা দেয়৷এতে ‘ইসজিন্জারল’ বলে একটি পদার্থ আছে যা আমাদের রাল্যাক্স করতে সাহাজ্য করে৷ তাই খুব স্বাভাবিক ভাবেই আমাদের চিন্তামুক্ত রেখে হৃদযণ্ত্রের যত্ন নেয়৷
আদার অ্যান্টি-ইন্ফ্লেমেটারি এজেন্ট আমাদের শরীরের রক্তের জালিকা নমনিয় করে এবং হার্টের নানরকমের রোগব্যধি থেকে সুরক্ষিত করে৷ এতে কোলেস্টেরল করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে৷ রোজ নিয়মিত আদা খেলে আমাদের শরীরে জমে থাকা কোলেস্টেরলকে বাইল অ্যাসিডে পরিণত করে তা আমাদের শরীর থেকে নিকাষ করে৷
এতে আরও একটি গুণ আছে যা আমাদের শরীরের রক্তে প্লেটলেট গুণগত মানও বাড়াতে সাহাজ্য করে৷ আদার এই ভরপুর গুণ আমাদের অনেকেরই একদম অজানা৷ তাই আপনার হার্টকে সুস্হ্য রাখতে রোজ সকালে একটু আদা কুচি দেবে অতুলনীয় কিছু উপকার৷
- See more at: http://www.deshebideshe.com/news/details/42142#sthash.aaOM51R7.dpuf