Daffodil International University
Career Development Centre (CDC) => Career Planning => Career Guidance => Career Tips => Topic started by: faruque on November 03, 2014, 02:04:00 PM
-
বদলাতে হবে দৃষ্টিভঙ্গি
দোষ নয়, অন্যের গুণ খুঁজুন : সারা দিন অন্যের দোষের খতিয়ান নিয়ে চর্চা করলে দোষ খুঁজতে গা উজাড় হয়ে যাবে। কিন্তু যদি তার ভালো দিকগুলো ভাবি তাহলে নিজের মধ্যে একটা ভালো ধারণা তৈরি হবে, সেই সঙ্গে শ্রদ্ধাও বাড়বে। মন যখন ইতিবাচক চিন্তায় সাড়া দেবে, ব্যবহারেও তার রেশ থাকবে।
নিজের ওপর আস্থা রাখুন : যত বেশি নিজের অপারগতা নিয়ে ভাববেন ততই নিজেকে দুর্বল মনে হবে এবং নিজের প্রতি বিশ্বাস হারাবেন। সেটা নিয়ে মাথা না ঘামিয়ে গুণগুলো শাণিত করুন।
চাই নিজের ওপর বিশ্বাস : কাজ শুরুর আগেই যদি ভাবেন, আপনাকে দিয়ে কিছু হবে না, তাহলে সফল হওয়ার কোনো চান্স নেই। বরং কাজটা করতে পারবেন, নিজের ওপর এই আস্থা রাখুন। সেই সঙ্গে দরকার আপনার কঠোর পরিশ্রম। পাশাপাশি নিজের দৌড় কতটা সেটাও জানা জরুরি। তাই এখনই নেমে পড়ুন নিজের দৃষ্টিভঙ্গি বদলানোর মিশনে। ক্যারিয়ার ডেস্ক
- See more at: http://www.bd-pratidin.com/cariar/2014/11/03/41193#sthash.Z7rsTjn2.dpuf