Daffodil International University

Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: khairulsagir on November 10, 2014, 10:53:50 AM

Title: ধূমকেতুতে রোবটের প্রথম অবতরণ
Post by: khairulsagir on November 10, 2014, 10:53:50 AM


এই প্রথম একটি রোবটযান কোনো ধূমকেতুর ওপর অবতরণ করতে যাচ্ছে। ধূমকেতুটির নাম সিক্সটিসেভেনপি। এটির অবস্থান পৃথিবী থেকে প্রায় ৫০ কোটি কিলোমিটার দূরে। ইউরোপীয় মহাকাশযান রোজেটা থেকে ফ্যালেই নামের এই রোবটযান আগামী বুধবার ওই ধূমকেতুতে গিয়ে সেখানকার আবহমণ্ডল, গ্যাস, ধূলিকণা, তাপমাত্রা, ভর ও মাধ্যাকর্ষণ নিয়ে গবেষণা চালাবে
ধূমকেতু সিক্সটিসেভেনপি/
চুরিয়ুমোভ-গেরাসিমেঙ্কো
ব্যাস: ৪ কিলোমিটার
পৃষ্ঠের তাপমাত্রা: -৭০ সেলসিয়াস
নিরাপদ অবতরণ
ফ্যালেইয়ের সৌরকোষ চার্জ করার জন্য রয়েছে সূর্যালোক
পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় উপাদানে সমৃদ্ধ

ফ্যালেই
ক্যামেরা
ওজন:
১০০
কেজি
স্পেকট্রোমিটার
ড্রিল

অভিযানের লক্ষ্য
ধূমকেতুটির প্রাচীন ও অক্ষত ধূলি ও বরফ সংগ্রহ ও বিশ্লেষণ করে পৃথিবীতে প্রাণের উদ্ভব ও বিকাশ নিয়ে নতুন তথ্য সংগ্রহের চেষ্টা

সূর্য
পৃথিবীর কক্ষপথ
ধূমকেতু
ধূমকেতুর কক্ষপথ
রোজেটার
গমনপথ

রোজেটা
রোজেটা
পরিমাপ ও বিশ্লেষণের যন্ত্রপাতি
সৌর প্যানেল
রোজেটা পরিমাপ ও বিশ্লেষণের যন্ত্রপাতি
টেলিকম অ্যান্টেনা
২০০৪
রোজেটার যাত্রা শুরু
২০০৭
মঙ্গল গ্রহ অতিক্রম করে রোজেটা
মে ২০১৪
সিক্সটিসেভে-নপির প্রথম ছবি৬ আগস্ট
ধূমকেতুর কক্ষপথে রোজেটার প্রদক্ষিণ শুরু
২০১৪
ধূমকেতুর কাছাকাছি পৌঁছায় রোজেটা
১২ নভেম্বর
ফ্যালেই রোবটযান ধূমকেতুর পৃষ্ঠে অবতরণ করবে
২০১৫
রোজেটা সূর্যের সম্ভাব্য সবচেয়ে কাছাকাছি যাবে
সূত্র: ইএসএ/সিএনইএস/এএফপি
Title: Re: ধূমকেতুতে রোবটের প্রথম অবতরণ
Post by: kaushik.swe on November 14, 2014, 10:44:04 AM
It was a 10 years long journey. May be some day it will visit some other planet, where alien life will treat it as a UFO.

By the way, one of the theories of beginning of the life in this planet is, it came by comet. May be we may enlighten our knowledge this time.