Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: mustafiz on November 10, 2014, 11:24:53 AM

Title: Mahela Jayawardene enters into twelve thousands club
Post by: mustafiz on November 10, 2014, 11:24:53 AM

ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দারুণ এক শতকের পর নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার এই তারকা ব্যাটসম্যান ঢুকে গেছেন ওয়ানডে ক্রিকেটে ১২ হাজারের বেশি রান করাদের ছোট্ট তালিকায়।


জয়াবর্ধনের আগে ওয়ানডেতে ১২ হাজার রান করেন আরো চার জন। এদের মধ্যে দুজন সনাৎ জয়াসুরিয়া ও কুমার সাঙ্গাকারা আবার জয়াবর্ধনের স্বদেশি।

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান শচীন টেন্ডুলকারের। ৪৯টি শতকের সাহায্যে ভারতের এই সাবেক ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটে ১৮ হাজার ৪২৬ রান করেন।

এরপর আছেন রিকি পন্টিং। ১৩ হাজার ৭০৪ রান তার। অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যানের শতক ৩০টি। ২৮টি শতকের সাহায্যে ১৩ হাজার ৪৩০ রান করা শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান জয়াসুরিয়ার অবস্থান পন্টিংয়ের পরেই।

শ্রীলঙ্কার হয়ে এখনো খেলতে থাকা সাঙ্গাকারার রান ১২ হাজার ৯১৮। ১৯টি শতক তার।

ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১১৮ রান করার পথে ক্যারিয়ারের ১৭তম শতক তুলে নেন জয়াবর্ধনে। তার মোট রান এখন ১২ হাজার ২।

এই ৫ জনের মধ্যে ১২ হাজার রান করতে সবচেয়ে বেশি ম্যাচ লাগে জয়াবর্ধনের। ভারতের বিপক্ষে রোববারের ম্যাচটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৪২৬তম। বাকি ৪ জনের সবাই ৪০০-এর কম ম্যাচ খেলেই ১২ হাজার ক্লাবে নিজেদের নাম লেখান।
Title: Re: Mahela Jayawardene enters into twelve thousands club
Post by: hassan on November 18, 2014, 12:20:41 PM
Great player. He deserves that.