Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: mustafiz on November 10, 2014, 11:40:38 AM

Title: ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে কোহলির অনন্য রেকর্ড
Post by: mustafiz on November 10, 2014, 11:40:38 AM

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে ছয় হাজার রান পূর্ণ করেছেন বিরাট কোহলি। ভারতের এই তারকা ব্যাটসম্যান ভেঙে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ভিভ রিচার্ডসের রেকর্ড।


(http://d30fl32nd2baj9.cloudfront.net/media/2014/11/09/kohli.jpg/ALTERNATES/w620/Kohli.jpg)



রোববার হায়দরাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৫৩ রান করার পথে ছয় হাজার রান পূর্ণ করেন কোহলি। এটি তার ১৩৬তম ইনিংস। ছয় হাজার রান পেতে রিচার্ডস খেলেছিলেন ১৪১টি ইনিংস।

২০০৮ সালের অগাস্টে এই শ্রীলঙ্কার বিপক্ষেই ওয়ানডে অভিষেক হয়েছিল কোহলির। ছয় হাজার রানের মাইলফলক ছুঁতে এ ম্যাচের আগে ৫০ রানের দরকার ছিল তার।

উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ানের শতকের পর কোহলির অর্ধশতকে ভর করে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ভারত।