Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: imam.hasan on November 10, 2014, 03:44:35 PM

Title: আবারো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান সাকিব
Post by: imam.hasan on November 10, 2014, 03:44:35 PM
পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলে আবারো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর তালিকায় সাকিব আল হাসান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বলে-ব্যাটে ক্রমাগত বাজে পারফরম্যান্সের কারণে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

৩৮৭ পয়েন্ট নিয়ে ওডিআই অলরাউন্ডার তালিকায় শীর্ষে অবস্থান করছেন তারকা ক্রিকেটার সাকিব। ৩৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে মোহাম্মদ হাফিজ। তৃতীয় অবস্থানে ৩৭২ পয়েন্ট নিয়ে শেন ওয়াটসন।

উল্লেখ্য, এপ্রিল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি সাকিব। মে মাসে ইল্যান্ডের কাউন্টি খেলার জন্য ইল্যান্ডে অবস্থান করছেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ক্রিকেটার।
Title: Re: আবারো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান সাকিব
Post by: hassan on November 18, 2014, 12:22:21 PM
He is the pride of our country.