Daffodil International University
Faculty of Allied Health Sciences => Nutrition and Food Engineering => Topic started by: Saqueeb on November 11, 2014, 02:26:13 PM
-
আর মানানসই জীবনসঙ্গী খুঁজতে অন্য কারও উপর ভরসা রাখতে হবে না। ঘটকদের এই কুষ্ঠী বিচারের কাজ এখন ব্যাক ডেটেড। এখন আপনার ডিএনএ আপনার ঘটকের ভূমিকায় কাজ করবে।
সম্প্রতি 'সিঙ্গলড আউট' নামে একটি ডেটিং সাইট এমনটাই করতে চলেছে। সাইটের সদস্যদের একটি করে ডিএনএ সংগ্রহ করা কিট বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে। তাতে নমুনা সংগ্রহ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সাইটের পার্নার সংস্থা 'ইনস্ট্যান্ট কেমিস্ট্রি' এই ডিএনএ পরীক্ষার কাজ করে তার ফল পাঠিয়ে দেবে সংস্থার কাছে। এবার ডিএনএ-র ফলাফল মিলিয়ে খুঁজে দেওয়া হবে দেওয়া হবে আপনার জীবনসঙ্গী।
সিঙ্গলড আউটের সহ-প্রতিষ্ঠাতা ইয়ানা বায়াদ জানিয়েছেন, মানবদেহের ডিএনএ-র মধ্যে তাদের চরিত্রের যাবতীয় খুঁটিনাটির হদিস লুকিয়ে রয়েছে। লিউকোসাইট অ্যান্টিজেন নামে একটি পদার্থের প্রকৃতির উপর নির্ভর করবে মানুষের শরীর ও মনের গতি-প্রকৃতি। সেটাই একজনকে বিপরীত লিঙ্গের মানুষকে বুঝতে সাহায্য করে।
-
Nice post