Daffodil International University
Bangladesh => Heritage/Culture => Topic started by: ipori on September 20, 2010, 10:00:23 PM
-
শব্দ
শব্দ, আমাকে সম্পুর্ন করে।
আমাকে প্রতিনিয়ত আমার অস্তিত্তের খোঁজ দেয়,
আমাকে বাঁচতে আবার নতুন নিশ্বাস দেয়।
শব্দ আমাকে নতুন ঝোঁকে তোমাকে ভালবাসি বলার সাহস দেয়।
শব্দ, আমাকে হিংসা শেখায়।
আমাকে জলতে পুরতে শেখায় যখন, পরনারীর ছায়া তোমার মাঝে আবির্ভূত।
শব্দ, আমাকে প্রাণ দেয়।
আমার কল্পনার জোয়ারকে কাগজে বিছানোর প্রত্যয় নেয়।
শব্দ, আমাকে মুক্তির পথ দেখায়।
খাঁচার শিকলে ছটফট করে বাঁচার বদলে,
নতুন আলোতে ঝলসে উঠতে সাহস যোগায়।
অনেক বছর পর,
হয়তবা থাকবেনা কিছুই, ছোট দুটো শব্দ ছাড়া,
আমি তখনো, প্রচন্ড আবেগে বলবো...
তোমাকে ভালবাসি
মেহনাজ গুলশান আশা
BRE, 083-27-113.
-
nice poem!!!!!!!
-
Good work....nice....
-
very good poem i like it..
Thanks Ms Ipori
-
মেহনাজ গুলশান আশা:
Good job..........We want more............
-
আমার কল্পনার জোয়ারকে কাগজে বিছানোর প্রত্যয় নেয়।
Beautiful Imagery.
-
সুন্দর...
-
Very nice poem. Very good work. Keep it up.
-
Nice Writing.