Daffodil International University
IT Help Desk => IT Forum => Topic started by: Md. Mahfuzul Islam on November 18, 2014, 10:43:28 AM
-
মাইক্রোসফট কর্তৃক নোকিয়া অধিগ্রহণের পর থেকে গৃহীত নানা সিদ্ধান্তের ফলে একরকম হারিয়ে যেতেই বসেছে প্রতিষ্ঠানটি। তবে এবার জানা গেল, নতুন করে বাজারে আসার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। তবে এই পরিকল্পনার পেছনে আছে নোকিয়ার অবিক্রীত অংশ যা অধিগ্রহণ প্রক্রিয়ার আওতাভুক্ত ছিল না।
ফিনল্যান্ডের এই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রাজিব সুরি ১৪ নভেম্বর তাঁর এক বিবৃতিতে আশা প্রকাশ করে বলেন, ক্রেতাদের মাঝে আবার ফিরে আসতে পারে নোকিয়া। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের এক সম্মেলনে তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি এখন ব্র্যান্ড লাইসেন্স বিক্রির দিকে মনোযোগ দিতে চাইছে। এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান নোকিয়া ব্র্যান্ড নাম ব্যবহার করে পণ্য তৈরি করবে এবং এর বিনিময়ে নোকিয়াকে একটি নির্দিষ্ট লাইসেন্স ফি পরিশোধ করবে।
গত বছরের সেপ্টেম্বরে মাইক্রোসফট কর্তৃক নোকিয়া অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয় যা সম্পন্ন হয় এ বছরের প্রথমদিকে। আর এরপর থেকে নোকিয়া নিয়ে নানা পরিকল্পনা করে সামনে এগোতে থাকে মাইক্রোসফট। সম্প্রতি নোকিয়া লুমিয়া স্মার্টফোন সিরিজ থেকে 'নোকিয়া' নামটি বাদ দিয়ে মাইক্রোসফট লুমিয়া নামেই বাজারে স্মার্টফোন আনার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। একইসাথে মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ বাজারে আনার কথাও জানায় মাইক্রোসফট যা এ মাসেই বাজারে আসার কথা রয়েছে।