Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Saqueeb on November 18, 2014, 12:04:31 PM

Title: আমলকী চা
Post by: Saqueeb on November 18, 2014, 12:04:31 PM
(http://paimages.prothom-alo.com/contents/cache/images/200x0x1/uploads/media/2014/11/18/57ae92fec50af597fdd98be3116013c4-26.jpg)

উপকরণ

আমলকী কুচি ৪ টেবিল চামচ, পানি ৩ কাপ, লবঙ্গ ২-৩টা, চা-পাতা ২ চা-চামচ, পুদিনা কুচি ১ টেবিল চামচ, চিনি ৩ চা-চামচ।

প্রণালি

ফুটন্ত পানিতে আমলকী, চিনি, লবঙ্গ, পুদিনা কুচি ও চা-পাতা দিন। লালচে হলে নামিয়ে চা ছেঁকে কাপে কিছু পুদিনা ও আমলকী কুচি দিয়ে পরিবেশন করুন।