(http://paimages.prothom-alo.com/contents/cache/images/200x0x1/uploads/media/2014/11/18/3d4cd03f1bfd7c72ef4306ddf6d1e7c6-24.jpg)
উপকরণ
মাল্টা বা কমলার রস ১ কাপ, পানি ১ কাপ, মাল্টা বা কমলার খোসা কুচি ১ চা-চামচ, চিনি ২ চা-চামচ, পুদিনা কুচি ১ চা-চামচ, চা-পাতা ১ চা-চামচ। ঠান্ডা খেতে চাইলে বরফ কুচি পরিমাণমতো।
প্রণালি
পানিতে মাল্টা বা কমলার রস, খোসা, চিনি ও পুদিনাপাতা দিয়ে ফুটতে দিন। চা-পাতা দিয়ে কয়েক মিনিট পর নামিয়ে ছেঁকে পরিবেশন করুন। ঠান্ডা খেতে চাইলে ঠান্ডা হলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।