Daffodil International University

Health Tips => Protect your Health/ your Doctor => Topic started by: mustafiz on November 20, 2014, 04:42:57 PM

Title: ৩০ সেকেন্ডেই মাথাব্যথা দূর!
Post by: mustafiz on November 20, 2014, 04:42:57 PM
 অবসাদে ভোগেন না এমন লোক পৃথিবীতে মনে হয় নেই।কিংবা বিরক্তিকর মাথাব্যথায় আক্রান্ত হন না- এরকম মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে। কারণ, ব্যস্ততম জীবনের নিত্যদিনের সঙ্গী এই দুই উপদ্রব। সমস্যা যেমন আছে, তেমনি তার সমাধানও রয়েছে।

(http://www.lastnewsbd.com/wp-content/uploads/2014/10/33_40064.jpg)

আকুপ্রেসারের সাহায্যে অল্প সময়ে রেহাই পেতে পারেন আপনি। তবে কীভাবে? আপনার বাম হাতের বুড়ো আর তর্জনী, এই দুই আঙুলের মাঝখানে যে মাংসপেশী (চীনা চিকিৎসা শাস্ত্রে একে ‘হকু স্পট’ বলে) রয়েছে সেখানে ডান হাতের তর্জনী ও বুড়ো আঙুল দুটি দিয়ে মাত্র ত্রিশ সেকেন্ড চাপ দিন। ম্যাজিকের মতো অবসাদ ও মাথাব্যথা চলে যাবে।
Title: Re: ৩০ সেকেন্ডেই মাথাব্যথা দূর!
Post by: rumman on November 21, 2014, 04:18:52 PM
Interesting theory!