Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Saqueeb on November 22, 2014, 04:37:18 PM

Title: দাঁতে প্রদাহজনিত রোগ
Post by: Saqueeb on November 22, 2014, 04:37:18 PM
দাঁতে অনেক ধরনের অসুবিধার মধ্যে প্রদাহজনিত রোগ খুবই সাধারণভাবে দেখা যায়। আমাদের মুখের ভিতর যখন ব্যথা অনুভূত হয় তখন মাড়ি বা দাঁতে প্রদাহ হতে পারে এটি ধারণা করা হয়। তবে দাঁত ও মাড়ি প্রদাহের ব্যথাজনিত পার্থক্য বিদ্যমান। এ প্রদাহের ফলে দাঁতে তীব্র ব্যথা অনুভূত হয়ে থাকে। তবে মাড়ি প্রদাহে ব্যথা অনুভূত হলেও সবসময় তা খুব একটা তীব্র হয় না।

দাঁতে প্রদাহের কারণ

দাঁতে প্রদাহের অনেক কারণ থাকে। এর মধ্য ডেন্টাল ক্যারিজ বা ক্যাভিটি থাকলে তা পরবর্তীতে দাঁতে প্রদাহজনিত রোগ রূপান্তর হয়ে থাকে। সাধারণত দুই দাঁতের মাঝখানে, মাড়ির দাঁতে বা যে কোনো দাঁতে ধরনের রোগ দেখা দিতে পারে। বিভিন্ন আঘাতজনিত কারণেও দাঁত ফেটে যায়, তাহলে দাঁতে এ ধরনের বিভিন্ন রোগ দেখা দিতে পারে।

প্রতিকার

এ ধরনের অসুবিধা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

তীব্র ব্যথা হলে ব্যথানাশক ওষুধ সেবন করা যেতে পারে। খাবারের পর কুলি করা দরকার। এতে মুখ পরিষ্কার থাকবে ডেন্টাল ক্যারিজ কম হবে। দাঁতে প্রদাহজনিত রোগ কম হবে। ডেন্টাল ফ্লস ব্যবহার করা ভালো এতে দুই দাঁতের মাঝখানে ক্যারিজ কাম হবে। মুখ পরিষ্কার রাখলে মুখ ও মাড়ির অনেক রোগ কম হবে। সবাইকে মনে রাখতে হবে যে, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।