Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Saqueeb on November 23, 2014, 12:29:42 PM

Title: শসা অ্যালোভেরার পানীয়
Post by: Saqueeb on November 23, 2014, 12:29:42 PM
(http://paimages.prothom-alo.com/contents/cache/images/200x0x1/uploads/media/2014/10/27/93dfda8476f9e6fe0afb8aa9ef6f5924-19.jpg)

উপকরণ

অ্যালোভেরা কেটে ভেতরের ক্বাথ বের করে নেওয়া ৩ টেবিল চামচ, শসা কুচি ১ কাপ, পানি ২ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া সিকি চা-চামচ, চিনি ২ টেবিল চামচ, বিট লবণ আধা চা-চামচ।

প্রণালি

অ্যালোভেরা ক্বাথ সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। শসার কুচি ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করতে হবে।