Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: mahmud_eee on November 25, 2014, 11:08:41 AM

Title: কর্মস্থলের জন্য ফেসবুক আসছে জানুয়ারিতে
Post by: mahmud_eee on November 25, 2014, 11:08:41 AM
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নতুন সংস্করণ 'ফেসবুক অ্যাট ওয়ার্ক' চালু হতে পারে আগামী বছরের জানুয়ারিতে। ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে।

মূলত কর্মস্থলে সহকর্মীদের সাথে যোগাযোগ রক্ষার্থে ফেসবুক নতুন এই সংস্করণ চালু করতে যাচ্ছে। প্রাথমিক অবস্থায় এতে কোন ধরণের বিজ্ঞাপন থাকছে না বলেও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়। তবে ফেসবুকের এই সংস্করণ ব্যবহার করতে হলে প্রথমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেখানে সাইনআপ করতে হবে।

মাত্র কয়েকদিন আগেই ফেসবুক তাদের নতুন এই সংস্করণের ঘোষণা দেয়। মূলত কর্মস্থলের জন্য বিভিন্ন সুবিধা নিয়ে ধীরে ধীরে সকল প্রতিষ্ঠানই এগিয়ে আসছে। সম্প্রতি মাইক্রোসফট অফিস অনলাইন সংস্করণে স্কাইপ চ্যাট করার সুবিধা যুক্ত করেছে।
Title: Re: কর্মস্থলের জন্য ফেসবুক আসছে জানুয়ারিতে
Post by: Kazi Taufiqur Rahman on December 08, 2014, 01:41:40 PM
i appreciate this