Daffodil International University
Faculty of Engineering => EEE => Topic started by: mahmud_eee on November 25, 2014, 11:09:56 AM
-
কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে আবারও নিজের আশংকার কথা জানালেন টেসলা এবং স্পেস এক্স প্রতিষ্ঠাতা ইলোন মাস্ক। তিনি বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে কৃত্তিম বুদ্ধিমত্তা।
গত শুক্রবার ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করছেন, এমন একজন নামকরা ব্যক্তি জ্যারন ল্যানিয়ার Edge.org নামক একটি ওয়েবসাইটে কৃত্তিম বুদ্ধিমত্তার সম্ভাব্য হুমকি সম্পর্কে আলোচনা শুরু করেন। পরবর্তীতে সেখানে আলোচনায় যোগ দেন আরও অনেক তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। আর সেখানেই এক পর্যায়ে মন্তব্য করেন মাস্ক এবং জানান নিজের আশংকার কথা।
“আগামী ৫ বছরের মধ্যেই ঘটে যেতে ভয়ঙ্কর কিছু। মনে রাখবেন, আমি সুপার প্রো টেকনোলজি নিয়ে কাজ করি। আর কয়েক মাস ধরেই আমি এই বিষয়টি নিয়ে কথা বলছি। এটা এমন কোন বিষয় নয় যেটি আমি বুঝি না।”, জানান ইলোন মাস্ক।
তবে মাস্কের এই মন্তব্য পরে সেখান থেকে অপসারণ করে ফেলা হয়। কিন্তু এরই মধ্যে মাস্কের এই মন্তব্যের একটি স্ক্রিনশট নিয়ে সেটি রেডিটে প্রকাশ করেন কিছু উৎসুক পাঠক।
-
really......