Daffodil International University
Faculties and Departments => Business & Entrepreneurship => Real Estate => Topic started by: sahadat_185 on November 26, 2014, 05:14:19 PM
-
অনেক ক্ষেএেই বিল্ডিং করতে গেলে আমরা পাইলিং এর কাজ করতে দেখি কিন্তু কি এই পাইলিং এবং কেনইবা এ পাইলিং ব্যবহার করা হয় ? পাইলিং হল মূলত মাটির নীচে গভীর কলাম
বা পাঠাতন, যা মূলত ম্যাট বা রেফট কিংবা কম্বাইন ফাউন্ডেশন এর তলের অথবা কলামের ভিওির বেস হিসেবে ব্যবহার করা হয় যে সকল স্থানের মাটি সঠিক গঠনের নয় বিধায় সাধারন ফাউন্ডেশন দুর্বল হবে, সে সকল স্থানে ।
চলুন দেখে নেই কেন এটি ব্যবহার করা হয় :
(ক) ভবনের লোড বহনকারী হিসেবে,
(খ) মাটি যাতে ভবনের চাপে সরে বা ক্ষয় হয়ে না যায় সেজন্য,
(গ) ঘূর্ণন মোমেন্ট এবং তীর্যক বলকে প্রতিরোধ করতে,
(ঘ) বালি মাটির ভার বহন ক্ষমতা বৃদ্ধিতে,
(ঙ) ভবনের লোড ঋণাত্বক স্কিন ঘর্ষণের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করাতে,
(চ) ভবনের লোডকে নরম বা সংকোচনশীল পদার্থের মধ্য দিয়ে মাটির শক্ত স্তরে পৌঁছে দিতে,
(ছ) ব্রীজ, কালবার্ট, ডক, পায়ার, ট্রান্সমিশন টায়ার ও বিভিন্ন মেরিন কাঠামো তৈরীতে ।
ভবন বা কাঠামো তৈরীর পূর্বে অবশ্যই সয়েল টেষ্ট করিয়ে জেনে নিতে হবে ভবনের ফাউন্ডেশনে পাইলিং করার প্রয়োজন
না প্রয়োজন নেই ।