Daffodil International University

Faculties and Departments => Business & Entrepreneurship => Real Estate => Topic started by: sahadat_185 on November 26, 2014, 11:21:06 PM

Title: একজন সাধারণ মানুষ বাড়ি নির্মাণের পূর্বে কোন দিকগুলো বিবেচনায় নেবে?
Post by: sahadat_185 on November 26, 2014, 11:21:06 PM
আমি ধরে নিলাম যিনি বাড়ি বানাবেন তার জমি আছে। জমি নিয়ে কথা বলে লাভ নেই। নির্মাণের সময় প্রথমেই মাটি টেস্ট করাবেন, দেখবেন তা ভূমিকম্প প্রতিরোধক কিনা এবং সেখানে বিল্ডিংয়ের পাইলিং হবে কিনা। অবশ্যই একজন ভালো প্রকৌশলী দিয়ে মাটি পরীক্ষা করাতে হবে। দ্বিতীয়ত একজন প্রোপার আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করাতে হবে। একজন সাধারণ মিস্ত্রি দিয়ে করালে হবে না। যে সব এসটিআর রুলস আছে তা মেনে চলতে হবে এবং পরিবেশবান্ধব কিছু করবে যেখানে আলো বাতাস ঢুকবে। তো আমি মনে করি যে কোনো লোক বাড়ি নির্মাণের সময় একজন ভালো আর্কিটেক্ট নিয়োগ দেবেন।
মাটি পরীক্ষা করাবেন, তার পর উনি অবশ্যই রাজউক থেকে প্লান পাস করাবেন যদি ঢাকা শহর হয়, চিটাগাং হলে সিডিএ বা কেডিএ থেকে কিংবা মফস্বল হলে জেলা অথবা উপজেলা থেকে পাস করাবেন।