Daffodil International University
Faculties and Departments => Business & Entrepreneurship => Real Estate => Topic started by: sahadat_185 on November 27, 2014, 12:07:40 AM
-
অনুমোদনহীন আবাসন প্রকল্পে ঋণ না দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আবাসন খাতে ঋণ দিতে হলে আর্থিক প্রতিষ্ঠানকে ওই আবাসন প্রকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন আছে কি না তা যাচাই করে দেখতে হবে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রতি এ নির্দেশনা জারি করে। একইসঙ্গে আবাসন খাতে ব্যাংকগুলো যেসব ঋণ দিয়েছে তার বিবরণ চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সম্পর্কিত সব প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব ভবন ক্রয়, ইজারা বা নির্মাণ করার জন্য ঋণ দেওয়া হবে সেটি ভবন নির্মাণ আইন-১৯৫২, বাংলাদেশ বিল্ডিং কোড (বিবিসি)-২০০৬, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫, পরিবেশ সংরক্ষণ বিধিমালা-১৯৯৭, অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন-২০০৩, বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা-২০০৪, স্থানীয় সরকার পৌরসভা আইন-২০০৯ এবং প্রযোজ্য অন্য সব আইন ও বিধিমালা মেনে ঋণ দেওয়া হয়েছে কি না তার বিবরন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে বলা হয়েছে।