Daffodil International University
Career Development Centre (CDC) => Workplace Behavior => Career Guidance => Appreciation, Patience, Tolerance & Ethics => Topic started by: faruque on November 27, 2014, 09:47:04 AM
-
'মেদবহুল' বিশ্ব, খরচ ২ লক্ষ কোটি ডলার!
(http://www.deshebideshe.com/assets/news_images/fb74e30f24a5f17d6dbad702561fb7d9.jpg)
নিউইয়র্ক, ২৫ নভেম্বর- স্থুলতা। বর্তমান বিশ্বের নিঃশ্বব্দ ঘাতক। বাড়তি মেদ মানেই হাজার গণ্ডা সমস্যা বাসা বাঁধছে শরীরে। এই সমস্যাগুলির পাশাপাশি অতিরিক্ত মেদের জন্য বিশ্ববাসীর পকেটে কী পরিমাণ টান পড়ছে, শুনলে আপনি চোখ কপালে তুলতে বাধ্য। জানেন, স্থুলতার জন্য বিশ্ব অর্থনীতিকে কত মূল্য চোকাতে হয়? বছরে ২ লক্ষ কোটি মার্কিন ডলার। ভিরমি খাওয়ার জোগাড় হলো তো! সম্প্রতি মার্কিন সংস্থা ম্যাককিনসে গ্লোবাল ইন্সস্টিটিউট (এসজিআই)-এর একটি সমীক্ষায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। বিশ্ব অর্থনীতিতে এই মুহূর্তে স্থুলতারই সবচেয়ে বেশি প্রভাব। সমীক্ষায় উঠে আসা তথ্য বলছে, স্থুলতার জন্য বিশ্ব অর্থনীতি সবচেয়ে বেশি আর্থিক সঙ্কটের সম্মুখীন হচ্ছে। গত বছর পৃথিবীর মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ মানুষের অতিরিক্ত মেদের সমস্যা ছিল। সেই সংখ্যাটা দ্রুত বাড়ছে। স্থুলতার জন্য বৃটেনের প্রত্যেক বছর খরচ হচ্ছে প্রায় ৪ হাজার ৭০০ কোটি পাউন্ড।
স্থুলতার জন্য বিশ্ব অর্থনীতি যে পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, সেই পরিমাণ ক্ষতির শিকার মদ, জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ বা মাদকজনিত সমস্যার মোকাবিলাতেও হয় না। অতিরিক্ত মেদের ফলে বিশ্বের আর্থিক বোঝা প্রায় রাশিয়ার জিডিপি-র সমান।
স্থুলতা কমানোর জন্য রাষ্ট্রগুলি যদি এখনই পদক্ষেপ না করে, তাহলে অচিরেই বিশ্ব অর্থনীতি চরম সঙ্কটের মুখোমুখি হবে বলেও সতর্ক করেছে এসজিআই।
- See more at: http://www.deshebideshe.com/news/details/43313#sthash.sDlWQlzL.dpuf
-
Quite interesting.
-
hot news for now-a-days!!!
-
Good for awareness....