Daffodil International University
Faculty of Humanities and Social Science => Journalism & Mass Communication => Topic started by: jayanta karmaker on December 01, 2014, 08:17:49 PM
-
সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সব শিক্ষার্থী যে কেবল টেলিভিশন, রেডিও কিংবা পত্রিকায় সাংবাদিকতা করবেন তা নয়। কেউ উন্নয়ণ সংস্থা, কেউ চলচ্চিত্র, কেউবা গণসংযোগ কর্মকর্তাসহ আরো নানা ধরনের পেশার সাথে সম্পৃক্ত হতে চান। তাই ইচ্ছে কিংবা লক্ষ্য যাই থাকুকনা কেন, প্রস্তুতিটাও হতে হবে ঠিক তেমনটাই। এই বিভাগের শিক্ষার্থী হিসেবে যে পেশা গুলোতে নিজের ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে, সব গুলোই মোটামুটি আকর্ষনীয় এবং সেইসাথে নিজের সামর্থ্য কিংবা যোগ্যতা দিয়ে আলাদাভাবে নিজেকে পরিচিত করার সুযোগও ততখানি বেশি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পড়াশোনা দিয়ে অনেক কিছু জানা সম্ভব ঠিকই, পাশাপাশি নিজেকে গড়ে তোলার জন্য বাইরের সব বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা রাখাটা জরুরি। সেই সাথে যে বিষয়ে ক্যারিয়ার গড়তে চান, শিক্ষকের সহযোগিতায় তার প্রায়োগিক জায়গাগুলো ঘুরে আসবেন অবশ্যই। তাহলে বইয়ে পড়া অনেক অস্পস্ট বিষয় পরিস্কার হয়ে যাবে আপনার কাছে। পরবর্তীতে কর্মক্ষেত্রে ভাল ফলাফল পেতে, বেসিক ধারণাগুলো ভালভাবে রপ্ত করতে হবে। তবে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীদের সবচেয়ে বড় যে যোগ্যতা থাকা জরুটি, তা হচ্ছে অবশ্যই তাদের আতœবিশ্বাস থাকতে হবে। পরিহার করতে হবে সব ধরণের জড়তা।
জয়ন্ত কর্মকার
নিউজরুম এডিটর,
চ্যানেল 24.
সাবেক শিক্ষার্থী,
সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ,
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
Email: jayantakarmaker@hotmail.com
-
ধন্যবাদ জয়ন্ত। তোমাদের পরামর্শ নতুনদের উৎসাহ জোগাবে।