Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: shan_chydiu on December 02, 2014, 10:53:52 AM

Title: টিপস
Post by: shan_chydiu on December 02, 2014, 10:53:52 AM
টিপস

•   স্টোন বা পাথর বসানো গয়না পরতে ভালোবাসে মেয়েরা। রঙ-বেরঙের পাথর বসানো কানের দুল অনেকেই পোশাকের সাথে মিলিয়ে পরে থাকেন। পাথরের লক সিস্টেম না থাকলে অনেক সময় পাথর খুলে যায়। এগুলো লাগানোর জন্য তখন সাধারণত সুপার গ্লু-এর মতো আঠার ব্যবহার করা হয়। কিন্তু এর সমস্যা হলো পাথরের পেছনে আঠা লাগালেও তা পাথর ঘোলাটে করে ফেলে। কী করবেন তাহলে? জেনে নিন। পাথর আঠা দিয়ে পুনরায় বসানোর আগে এর পেছনে নেইলপলিশ লাগিয়ে নিন। নেইলপলিশ শুকিয়ে গেলে তারপর পাথরে  আঠা লাগিয়ে অলংকারে বসান।

•   শীতে সাধারণ পানিও অনুভূত হয় বরফ-ঠাণ্ডা! আর যাঁদের দাঁত একটু স্পর্শকাতর, তাঁরা পড়ে যান বিপদে। খাওয়া তো বটেই, দাঁত ব্রাশ করে কুলি করতেও গরমপানি ব্যবহার না করলে দাঁতে শুরু হয়ে যায় যন্ত্রণা। দাঁতের এই স্পর্শকাতরতা বা সেনসিটিভিটি কমিয়ে আনার রয়েছে খুবই কার্যকরী একটি ঘরোয়া উপায়। কী সেটা? জেনে নিন। দারুচিনি গুঁড়ো করে রাখুন। প্রতিদিন সকালে কয়েক চিমটি দারুচিনি গুঁড়ো ও লবণ একসাথে মিশিয়ে আঙুল দিয়ে দাঁত ও   মাঢ়িতে ঘষুন। দশ মিনিট অপেক্ষা করুন। এরপর উষ্ণ গরমপানি দিয়ে কুলি করুন। এবার প্রতিদিনের মতো দাঁতব্রাশ করে ফেলুন। এই নিয়ম পালন করলে ধীরে ধীরে আপনার দাঁতের স্পর্শকাতরতা দূর হয়ে যাবে।


•   লেবু কেনার পর সেটা সাধারণত ৩ থেকে ৫ দিন পর্যন্ত ভালো থাকে সাধারণ তাপমাত্রায়। এরপরই লেবু শুকিয়ে যেতে থাকে এবং কমতে থাকে এর যাবতীয় গুণাবলী ও পুষ্টিগুণ। ফ্রিজে রেখে দিলে আরও কিছুদিন বেশি ভালো থাকে। কিন্তু তারপর সেই একই। আর তাই তো, আজ নিয়ে এলাম লেবুকে এক মাস পর্যন্ত তাজা রাখার জাদুকরী উপায়। কেবল তাজাই থাকবে না, সাথে অক্ষুন্ন থাকবে লেবুর সকল পুষ্টিগুণও। কীভাবে? এটার জন্য আপনাকে করতে হবে একটি ছোট্ট বুদ্ধি।  লেবু কিনে আনার পর লেবুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। বাতাসে রেখে শুকিয়ে নিন। তারপর একটা ভালো প্লাস্টিকের ব্যাগে ভরে মুখ বন্ধ করে ফ্রিজে রাখুন। আর কিছু করতে হবে? একদম না! কেবল লেবু বের করে নিয়ে প্যাকেটের মুখটা আবার আটকে রাখবেন। আর লেবু ভরা প্যাকেট রেখে দেবেন ফ্রিজের ভেজিটেবল বক্সে। ব্যাস, তাতেই আপনার লেবুগুলো সতেজ থাকবে ১ মাস পর্যন্ত।

•   ঘরে ফুল সাজাতে ভালোবাসেন? ঘরে নিজের পছন্দের তাজা ফুল দেখলে মন ভালো হয়ে যায় যে কারো। তবে সমস্যা একটাই, প্রাকৃতিক ফুল ঘরে যত যত্ন করেই রাখা হোক না কেন, বেশি দিন থাকে না। কেমন যেন নেতিয়ে পড়ে। ফুলদানীতে সাজানো ফুল বেশিদিন তাজা রাখতে চান? তাহলে জেনে নিন উপায়টি। ফুলদানীতে ফুল রাখার আগে পানিতে গুলে দিন একটি ডিসপ্রিন ট্যাবলেট। এবার ফুলের ডাঁটা একটু বাঁকা করে কেটে তারপর ফুলদানীতে রাখুন। ফুল থাকবে দীর্ঘদিন তাজা ও সুন্দর।
Title: Re: টিপস
Post by: diljeb on December 02, 2014, 02:06:55 PM
though female will get more interest, I also like this post.
Title: Re: টিপস
Post by: ayasha.hamid12 on December 02, 2014, 02:33:36 PM
I like this post... :)
Title: Re: টিপস
Post by: ayasha.hamid12 on December 02, 2014, 02:34:41 PM
Kobir bhai why are you interested in this post???? is anything going to happen? ;)