Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: diljeb on December 03, 2014, 09:54:53 AM

Title: লাভ বার্ড
Post by: diljeb on December 03, 2014, 09:54:53 AM
ছোটবেলায় অনেক সোনামণি তোতাপাখির মতো ছন্দে ছন্দে সুর করে আবৃত্তি করেছেÑ আতা গাছে তোতা পাখি/ডালিম গাছে মউ/এতো ডাকি তবু কথা/কয় না কেন বউ। ছড়ায় বউ কথা না বললেও কিছু তোতা মানুষের কিছু কথা নকল করতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, লাভ বার্ড যদিও তোতাপাখি কিন্তু তারা মানুষের কথা অনুকরণ করার মতা রাখে না। তোতাপাখির প্রজাতির মধ্যে পড়লেও এরা তোতাপাখির চেয়ে অধিক জনপ্রিয়। কেননা তোতাপাখির চেয়ে এরা আকারে ছোট কিন্তু এদের সৌন্দর্য বেশি। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এদের খুব অল্প জায়গাতেই লালনপালন করা সম্ভব। সামাজিক পাখি বলেই আমাদের দেশে অনেকেই এ পাখি বাসায় লালনপালন করেন।
লাভ বার্ডের প্রজাতিক নাম ‘আগাপোরনিস’। গ্রিক ভাষায় আগাপেইন (Agapein) হলো ভালোবাসা, আর ল্যাটিন শব্দ ওর্নিস (Ornis) হলো বার্ড অর্থাৎ পাখি। সারা পৃথিবীতে এই প্রজাতির পাখিটি লাভ বার্ড নামে পরিচিত। এদের গড় আয়ু ২০ বছর। এরা পাঁচ-সাত ইঞ্চি বা ১৩ থেকে ১৭ সেন্টিমিটার লম্বা হয়। এদের আদিনিবাস আফ্রিকা ও মাদাগাস্কার। সারা পৃথিবীতে নয় জাতের লাভ বার্ড দেখা যায়। এর মধ্যে আট জাতের মূল আবাসস্থল আফ্রিকা এবং একটি জাতের মূল আবাসস্থল মাদাগাস্কার। এর মধ্যে বেশি জনপ্রিয় প্রজাতি হচ্ছে বিলাভ্ড পিচ-ফেইচ্ড লাভ বার্ড (Beloved Peach-Faced Lovebirds)। এরা সাধারণত ১০-১৫ বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে বর্তমানে ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে ক্রস করে নতুন নতুন রঙের ও নামের লাভ বার্ড পাখির জন্ম দিচ্ছে।
এ পাখি সাধারণত কাউন, চিনা, বারজা, তিসি, সূর্যমুখী ফুলের বিচি, সরিষা, ধান, বিভিন্ন ধরনের ফল, কচি ঘাসের পাতা ও সবজি খেতে পছন্দ করে। একটি পাখি দিনে প্রায় ৪০ থেকে ৬০ গ্রাম খাবার গ্রহণ করে। আবহাওয়া অনুকূলে থাকলে ও পর্যাপ্ত যতœ নিলে লাভ বার্ড প্রতি তিন মাস অন্তর বছরে সাধারণত চারবার ডিম দেয়।

Source: http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=ODU4MTQ=&s=MjI=&c=NzM=

437
 
0
 
1
Google +
1
 
0
 
1
 
44
- See more at: http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=ODU4MTQ=&s=MjI=&c=NzM=#sthash.LlQkOC04.P82iA80a.dpuf
Title: Re: লাভ বার্ড
Post by: ayasha.hamid12 on December 04, 2014, 02:20:13 PM
good post...