Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: diljeb on December 03, 2014, 10:08:10 AM
-
গ্রহাণু থেকে খনিজ পদার্থ সংগ্রহের লক্ষ্যে জাপানের একটি অনুসন্ধানী মহাকাশযান আগামীকাল সোমবার যাত্রা করবে। দেশটির সরকারি কর্মকর্তারা গতকাল শনিবার এ কথা জানিয়েছেন। হায়াবুসা ২ নামের মহাকাশযানটিকে জাপানের দক্ষিণাঞ্চলীয় তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে একটি রকেটের সাহায্যে গতকালই উৎক্ষেপণ করার কথা ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে ওই যাত্রা স্থগিত করে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি। গভীর মহাকাশে ১৯৯৯জেইউ৩ নামের গ্রহাণুতে অভিযান চালানোর এই প্রকল্পে জাপান ২৬ কোটি মার্কিন ডলার খরচ করছে। সাধারণ রেফ্রিজারেটরের আকৃতির হায়াবুসা২ ২০১৮ সালের মাঝামাঝি পর্যায়ে ওই গ্রহাণুতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এটি সেখানে প্রায় ১৮ মাস ধরে অবস্থান করে খনিজ পদার্থ সংগ্রহের পাশাপাশি বিভিন্ন গবেষণা চালাবে।
Source: http://www.prothom-alo.com/technology/article/384127/%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8
-
very informative post .. like it sir :)
-
thanks for letting us know..