(http://www.bd-pratidin.com/assets/images/news_images/2014/12/03/stephen-hawking_47474.jpg)
কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের সঙ্গে সঙ্গে মানবজাতির বিলুপ্তি ঘটবে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমান যন্ত্রের কাছেই মানুষেের একদিন পরাজয় হবে। এমনটাই আভাস দিয়েছেন বর্তমানে বিশ্বের সেরা বিজ্ঞানী স্টিফেন হকিং। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। মোটর নিউরন রোগে আক্রান্ত [মস্তিষ্কের স্নায়ুকোষ সংক্রান্ত রোগ] ব্রিটিশ পদার্থবিজ্ঞানী হকিং বলেন, 'মানুষের অগ্রগতির বিবর্তন ধীর। এর ফলে মানুষ যন্ত্রের সঙ্গে প্রতিযোগিতায় আর টিকে থাকতে পারবে না। এবং এক পর্যায়ে মানবজাতি পিছিয়ে পড়বে।”
হকিং নিজেও অন্যের সঙ্গে যোগাযোগের জন্য অার্টিফিশাল ইন্টেলিজেন্স আইএ নামে একটি যন্ত্র ব্যবহার করেন। এ বিষয়ে অধ্যাপক হকিং বলেন, এআই'র গোড়ার দিকের যন্ত্রগুলো মানুষের বেশ উপকারে লাগছে। কিন্তু মানুষের বুদ্ধিমত্তার সমকক্ষ বা তার চেয়ে বেশি বুদ্ধিমান যেসব যন্ত্র ভবিষ্যতে আবিষ্কৃত হবে সে সম্পর্কে তার মনে শঙ্কা রয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন মাত্র ২১ বছর বয়সেই মোটর নিউরন রোগে আক্রান্ত হন স্টিফেন হকিং। সে সময়ে ডাক্তাররা তাকে বলেছিল যে তিনি আর মাত্র ২ বছর বেঁচে থাকবেন। কিন্তু মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে তিনি পার করলেন আরো ৫১ বছর। এখন তার বয়স ৭২।