Daffodil International University
General Category => Common Forum => Topic started by: ashiqbest012 on September 25, 2010, 10:48:36 PM
-
কর্মব্যস্ত নাগরিক জীবনে শান্তির ঘুম যেন আজকাল কল্পনার বিষয়। কিন্তু আসলেই কি তাই? মোটেও না।
আমাদের জীবন যাপনে সামান্য কিছু পরিবর্তন এনে দিতে পারে গভীর ঘুম। ঘুম ভালো না হলে সারাদিনই তার প্রভাব পড়ে শরীর এবং কাজের উপর।
আসুন জেনে নিই শান্তিতে গভীর ঘুমের প্রস্তুতির জন্য কি কি করা যেতে পারে:
* বাইরে থেকে ফিরে গোসল সেরে নিন। সারা দিনের কান্তি এক নিমিষে চলে যাবে।
* এক গ্লাস গরম দুধ খান।
* ঘুমোতে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে টিভি, কম্পিউটার বন্ধ করুন।
* পরের দিনের কাজের পরিকল্পনা আগেই করে ফেলুন, টেনশনে ঘুম নষ্ট হবে না।
* বিছানায় যাওয়ার অনেক আগেই রাতের খাবার খেয়ে নিন।
* চেষ্টা করুন দুশ্চিন্তা না করার ।
* শোবার ঘরটি অযথা একগাদা জিনিস দিয়ে ভরে রাখবেন না।
* রাত ১০টা / ১১টার মধ্যেই ঘুমোতে যান। এ সময় বিছানায় গেলে ভালো ঘুম হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
* পারলে সন্ধ্যার পরই চা-কফি খাওয়া বন্ধ করে দিন।
* সফট্ মিউজিক শুনুন।
* শোবার ঘরে বেশি আলো ঢুকে যেন ঘুমে ব্যাঘাত না ঘটায় না নিশ্চিত করুন। প্রয়োজনে ভারি পর্দা ব্যবহার করুন।
আর চিন্তা কেন? আজ থেকেই চেষ্টা শুরু করুন ।
সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি
-
তবে দু:চিন্তা মুক্ত থাকাটাই সবচেয়ে জরুরী বলে মনে হয়।
-
its all my against ,,,,,,,,,,,,,,,,,,,,, i am very much horrible of my life ,,,,,,,,,,
-
Duscinta to thakbai, Duscintar majhe e amader sobsomoy bashe(live) thakte hobe. AR ai bashe thakbar process e aita...
Thank you sir.
-
I always try to keep my room neat & clean, but other rules don't maintain properly.
-
may be 3-4 AM is my best time for sleeping because every day i am going to my bed 3-4 AM i dont know what are the reason ? really i am very worried in this
from 1 year it continue,,,,,,,,,,,,,,
up tips all maintain impossible but i try to apply some but result is zero ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
-
Mr. Jafar I can give you a solution, Please cut your net line for 3 month and concentrate on your study. You will see the result very soon.
-
Dear Mr. Jafar Iqbal:
Going to sleep at mid-night is not a good practice. It could be harm in future. You know the reason….! that is you may not wake-up at morning (6-7am). If you go early to bed then you can wake-up earlier in the morning and also get more time in day to do your job.
First try to wake-up at earlier morning. You may get the result.
ALL THE BEST
Limon
Batch 20th BBA