Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Saqueeb on December 06, 2014, 10:57:29 AM

Title: এইচআইভি জীবাণুর ক্ষমতা কমছে?
Post by: Saqueeb on December 06, 2014, 10:57:29 AM
এইচআইভি ভাইরাসের কারণেই প্রাণঘাতী এইডস রোগ হয়ে থাকে। আর এইডস মানেই মৃত্যু অবধারতি। কেননা এ রোগের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। তবে সম্প্রতি এইচআইভি ভাইরাসের ক্ষতি নিয়ে একটি ইতিবাচক ফলাফল জানিয়েছেন গবেষকরা।

ব্রিটেনের একটি গুরুত্বপূর্ণ গবেষণায় জানা গেছে, বিবর্তনের সঙ্গে এইচআইভির জীবাণুর প্রাণঘাতী শক্তির মাত্রা এবং সংক্রমণের ক্ষমতা কমতে থাকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, আফ্রিকার দেশ বতসোয়ানায় এইচআইভি রোগীদের ওপর পরীক্ষা চালিয়ে তারা এ ফলাফল দেখতে পেয়েছেন।

তারা বলছেন, সময়ের সঙ্গে টিকে থাকার জন্য এইচআইভি জীবাণুর কোষে কিছু পরিবর্তন ঘঠে যা তার নিজের জন্য ক্ষতিকর। এর ফলে এই জীবাণুর বংশবৃদ্ধির ক্ষমতা কমে যায় এবং মানুষের দেহে এইডস রোগ সংক্রমণের ক্ষেত্রে সময় বেশি নেয়। তবে বিজ্ঞানীরা বলছেন, শক্তি কমে যাওয়ার এইচআইভি এখনও যথেষ্ট মারাত্মক এবং প্রাণঘাতী।