Daffodil International University

Faculty of Allied Health Sciences => Nutrition and Food Engineering => Topic started by: Saqueeb on December 06, 2014, 01:59:19 PM

Title: কফি পানে ৬টি উপকারিতা
Post by: Saqueeb on December 06, 2014, 01:59:19 PM
(http://sorejominbarta.com/uploads/61281.jpg)


শীতের আলসামিতে মাখা সকালে গরম গরম কফির কাপে এক চুমুক সকালটাই বদলে দেয়। শীত মানের কফি ছাড়া আমরা আর কিছুই ভাবতে পারি না। কনকনে ঠান্ডায় সকাল-সন্ধ্যা কফির গরম মগে নিজের হাত সেঁকে নেওয়া। শীত কালে শরীর গরম রাখতে কফির জুড়ি মেলা ভার। কিন্তু জানেন কি এক কাপ গরম কফি আপনাকে দিতে পারে অনেকগুলি রোগের হাত থেকে নিস্তার। আসুন দেখে নেয়া যাক:

ডায়াবেটিক কন্ট্রোল: বিভিন্ন হার্ট ডিজিজ আর ডায়বেটিস অনেকটা কমে যায় যদি নিয়মিত অল্প পরিমাণে কফি পান করেন। তবে মাথায় রাখবে কফিটি হতে হবে চিনি ছাড়া।

স্কিন ক্যানসারের হাত থেকে বাঁচায়:
নিয়মিত কফি পান স্কিন ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয়। সেইসঙ্গে দেহের অন্য অংশেও ক্যান্সারের আশঙ্কা কমায় ।

পার্কিনসন্স ডিসিজের সম্ভাবনা কমিয়ে দেয়:
দিনে কয়েক কাপ কপি খেলে পার্কিনসন্স ডিসিজ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়।

অ্যালঝাইমারস হতে দেয় না: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগটি দেখা দেয়। একটি সমীক্ষা বলছে এইসময় যদি কফি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দেন তা হলে অ্যালঝাইমারস হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়।

স্ট্রেস কমায়:
যারা কাজের স্ট্রেসের কারণে রাতে ভাল করে ঘুমোতে পারেন না তারা শোয়ার আগে কিছুক্ষণ অন্তত কফির গন্ধ শুঁকুন। কফির অ্যারোমা কিন্তু নিমেষে আপনার স্ট্রেস কমিয়ে দেবে।

কোলোন সার্জারি তাড়াতাড়ি সারিয়ে তোলে:
কোলোন সার্জারি হলে পেট পরিষ্কার রাখা খুব জরুরি। রোজ কফি খেলে আপনার পেট পরিষ্কার থাকবে আর তাড়াতাড়ি সেরে উঠবেন।
Title: Re: কফি পানে ৬টি উপকারিতা
Post by: drrizona on December 14, 2014, 02:05:30 PM
informative.
Title: Re: কফি পানে ৬টি উপকারিতা
Post by: shimo on December 14, 2014, 02:59:16 PM
Informative post
Title: Re: কফি পানে ৬টি উপকারিতা
Post by: irina on January 01, 2015, 01:19:46 PM
Really! I didn't know that.
Title: Re: কফি পানে ৬টি উপকারিতা
Post by: Emran Hossain on January 01, 2015, 02:52:54 PM

Thank you for this valuable post

Emran Hossain
Title: Re: কফি পানে ৬টি উপকারিতা
Post by: Ferdousi Begum on January 03, 2015, 01:49:40 AM
Black coffee or not?