Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Saqueeb on December 06, 2014, 02:36:27 PM

Title: ইবোলায় একদিনে দুই ডাক্তারের মৃত্যু
Post by: Saqueeb on December 06, 2014, 02:36:27 PM
(http://sorejominbarta.com/uploads/62388.jpg)


সিয়েরালিওনে এক দিনে ইবোলায় আক্রান্ত হয়ে দুই ডাক্তার মারা গেছেন। দেশটির সরকার ও হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে। এ নিয়ে ইবোলায় আক্রান্ত দেশগুলোতে ১০ জন ডাক্তারের মৃত্যু হলো।

ইবোলা রোগীদের সাথে সরাসরি কাজ না করলেও এ দুই ডাক্তার কিভাবে আক্রান্ত হয়েছিলেন তা অবশ্য জানা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, এ বছর ছয় হাজার ২০০ মানুষ এ রোগে মারা গেছেন, যাদের বেশিরভাগই লাইবেরিয়া, সিয়েরালিওন ও গিনির নাগরিক।