Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Saqueeb on December 06, 2014, 03:00:08 PM

Title: আসছে ‘শিশুবান্ধব গুগল’
Post by: Saqueeb on December 06, 2014, 03:00:08 PM
(http://www.bhorerkagoj.net/online/wp-content/uploads/2014/12/Google-290x180.jpg)


এবার শিশুদের জন্য নিজস্ব সেবার ‘কিডস ফ্রেন্ডলি ভার্সন’ নিয়ে আসছে ওয়েব জায়ান্ট গুগল। কয়েকটি সেবা শিশুবান্ধব করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, বিষয়টি নিশ্চিত করলেও কোন কোন সেবার শিশুবান্ধব সংস্করণ আনা হচ্ছে তা এখনও জানায়নি গুগল।

গুগলের নতুন এই প্রকল্পের ব্যাপারে মার্কিন দৈনিক ইউএসএ টুডে জানিয়েছে, গুগল নিজেদের সার্চ সেবা, ক্রোম ব্রাউজার এবং ইউটিউব সেবার শিশু উপযোগী সংস্করণ লঞ্চ করতে পারে।

নতুন এই প্রকল্প প্রসঙ্গে গুগলের পাভনি দিওয়ানজ জানিয়েছেন, ১২ বছর বা তার চেয়েও কমবয়সী শিশুর জন্য নিরাপদ সেবা আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি। অভিভাবকরা যাতে তাদের শিশুদের অনলাইন কর্মকাণ্ড দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারেন সেজন্য তাদেরকে বিশেষ ‘টুল’ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে গুগল মুখপাত্র আর কোনো মন্তব্য করতে রাজি না হলেও ইউএসএ টুডের প্রকাশিত তথ্যটি সঠিক বলে নিশ্চিত করেছেন বলেই জানিয়েছে সিএনএন।