Daffodil International University

Faculty of Allied Health Sciences => Public Health => Topic started by: Saqueeb on December 06, 2014, 03:06:05 PM

Title: পৃথিবীকে ধ্বংস করতে ধেয়ে আসছে গ্রহাণু
Post by: Saqueeb on December 06, 2014, 03:06:05 PM
(http://www.bd-pratidin.com/assets/images/news_images/2014/12/06/vwr71d6n_48158.jpg)


একটি দানবীয় গ্রহাণু পৃথিবীর দিকে দ্রুতবেগে ধেয়ে আসছে। আর মাত্র কয়েক বছরের অপেক্ষা। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী ২৮৮০ সালের ১৬ মার্চ এই গ্রহাণু আছড়ে পড়বে পৃথিবীর বুকে। তার ফলে শেষ হয়ে যেতে পারে মনুষ্যকুল।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গ্রহাণুটি এতই দ্রুতবেগে এগিয়ে আসছে যারে যে কোনও সময় ভেঙে টুকরো টুকরো হয়ে যাতে পারে এটি। কিন্তু এখনও পর্যন্ত আস্তই রয়েছে এই ধ্বংসাত্মক গ্রহাণু।

সাধারণত পূর্বের গবেষণা অনুযায়ী মাধ্যাকর্ষণ ও ঘর্ষণের যৌথ প্রভাবে শক্তি হারায় গ্রহাণুগুলি। কিন্তু, বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন 1950DA নামের এই গ্রহাণুটি এতই বেশি গতিবেগে এগোচ্ছে, যে এই শক্তিগুলি তা কাছে হার মেনে যাচ্ছে। বিজ্ঞানীরা এখনো জানেন না কিভাবে এটিকে থামানো যাবে।

আরও জানা গেছে, এই গ্রহাণুটির ব্যাস ১০০০ মিটার। প্রত্যেক ২ ঘণ্টা ৬ মিনিটে একবার পাক খায় এটি। এই গতিবেগে গ্রহাণুটির ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকলেও এখনও পর্যন্ত তেমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।