Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: Sharifur Rahman on December 06, 2014, 03:33:50 PM
-
আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির ভক্তদের অপক্ষোর এবার অবসান হতে চলেছে। এবার সেলুলয়েডের পর্দায় নিজের প্রিয় তারকাকে দেখতে পাবে মেসি ভক্তরা। বার্সেলোনার তারকা ফুটবলার মেসিকে নিয়ে তৈরি চলচিত্র ‘মেসি’ স্পেনে মুক্তি পাচ্ছে।
মেসির জীবন নিয়ে নির্মিত তথ্যভিত্তিক চলচ্চিত্রটি স্পেনে মুক্তি পাবে ১ জানুয়ারি। মূলত মেসির ফুটবল ক্যারিয়ার ও জীবন নিয়েই সিনেমাটি তৈরি করা হয়েছে। আর সেটি সেলুলয়েডে ধারণ করেছেন আলেক্স দে লা ইগলেসিয়া।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জর্জ ভালদানো। তার রচনায় উঠে এসেছে মেসির শৈশবের কাহিনী। এছাড়াও প্রকাশ পেয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এবং বার্সেলোনায় মেসির জীবন।
এ সিনেমায় মেসির ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে থাকা বিখ্যাত ফুটবলারদেরও দেখা যাবে। ইয়োহান ক্রুইফ, সিজার লুইস মেনোত্তি, জর্জ ভালদানো এবং আলেজান্দ্রো স্যাবেলাদেরও দেখা যাবে ‘মেসি’র অফিসিয়াল প্রথম ট্রেইলারে।
এছাড়া আরো দেখা যাবে বর্তমান ক্লাবের সতীর্থ জেরার্ড পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা এবং জাভিয়ের মাসচেরানোকে।
Source: banglanews24.com