Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: mahzuba on December 08, 2014, 10:46:50 AM
-
সম্ভব। প্যারাসুট দিয়ে খুব সহজেই এভাবে নামা সম্ভব। কেমন হয়, যদি চট করে এমন একটা প্যারাসুট তুমিও বানিয়ে ফেলতে পার? আজ তাহলে চমৎকার এই কাজটি শিখে ফেলা যাক। সেই সঙ্গে শেখা যাক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়।
প্যারাসুট তৈরি করার জন্য আমাদের দরকার হবে ৪ টি জিনিস:
১) একটা প্লাস্টিকের ব্যাগ (হালকা কিছু বা পলিথিন)
২) কাঁচি
৩) তার বা সুতো
৪) একটা ছোট্ট ভারি কিছু (মানুষ আকারের পুতুল বা অ্যাকশন ফিগার হলে ভালো হয়)
যেভাবে করব:
প্রথমে প্লাস্টিকের ব্যাগটা বড় করে চারকোণা আকৃতিতে কেটে নেব। এবার কোণাগুলা এমনভাবে ভাঁজ করে ফেলব যেন মনে হয় এর আটটি তল আছে। প্রত্যেকটা তলের প্রান্তের ঠিক কাছ থেকে একটি ছোট করে ছিদ্র করতে হবে। এবার প্রত্যেকটা ছিদ্রতে একটা করে তার বা সুতোর এক প্রান্ত যুক্ত করে মোট ৮ টা তারের বাকি প্রান্তগুলো একসঙ্গে জড়ো করব। খেয়াল রাখতে হবে, আটটা তারই যেন সমান দৈর্ঘ্যের হয়। এবার ৮টা তারের মুক্ত প্রান্তগুলোতে ভারি বস্তু বা অ্যাকশন ফিগারকে বেঁধে ফেলতে হবে। তৈরি হয়ে গেল আমাদের প্যারাসুট।
এবার চেয়ার বা টেবিলের উপর থেকে অ্যাকশন ফিগারটাসহ প্যারাসুট ছেড়ে দেই। যদি ঠিকঠাক ভাবে বানাতে পার, তাহলে খুব ধীরে ধীরে প্যারাসুটটা অ্যাকশন ফিগারসহ মাটিতে নেমে আসবে।
এবার প্রশ্ন জাগতে পারে, কেন এবং কীভাবে এতটা ধীরে মানুষসহ প্যারাসুট নিচে নেমে আসে? কেননা শুধুমাত্র অ্যাকশন ফিগারটা উপর থেকে ছাড়লে তো সেটা খুব দ্রুত নেমে আসে।
আসলে বিষয়টি খুবই সোজা, যখন প্যারাসুটটা নিচে নামতে শুরু করে তখন সুতো বা তারের জন্য উপরের হালকা অংশটা বিশাল একটা জায়গা নিয়ে মেলে যায়। ঐ বিশাল অংশটুকুতে বাতাসের ঊর্ধ্বমুখী বল কাজ করে এবং একে নিচে আসতে বাধা দেয়। বাতাসের এই বাধাকে কাজে লাগিয়ে প্যারাসুট আস্তে আস্তে নিচে নামতে থাকে। ঐ হালকা অংশটা যত বেশি জায়গা নিবে, তত বেশি বাতাসের বাধা কাজে লাগাতে পারবে এবং তত আস্তে প্যারাসুটটা নিচে নামবে।
প্যারাসুটের মাঝের দিকে যদি ছোট একটা ছিদ্র করা হয়, তাহলে আস্তে করে ঐ জায়গাটুকু দিয়ে বাতাস প্রবাহিত হতে পারবে। ফলে বাতাস প্যারাসুটের এক পাশে বেশি চাপ দিবে না এবং প্যারাসুটটা সোজা হয়ে নিচে নামবে।
প্যারাসুটের পেছনের বিজ্ঞান তো জেনেই ফেললে, আর কীভাবে বানাতে হবে তাও জেনে গিয়েছ। এবার বানিয়েই ফেল একটি প্যারাসুট। নিজের বানানো প্যারাসুট দিয়ে সারাদিন খেলতে তোমার খুব আনন্দ হবে। আর যদি তোমার বাসায় বড় একটি ছাদ বা মোটামুটি বড় একটি মাঠ থাকে থাকলে তো কথাই নেই! তবে সাবধান! তোমার বানানো প্যারাসুট দিয়ে অ্যাকশন ফিগারের বদলে নিজেকে জুড়ে দিয়ো না যেন! প্যারাসুট নিয়ে যদি উড়তে মন চায়, তাহলে বড় হওয়া পর্যন্ত ধৈর্য ধরে একটু অপেক্ষা কর।
-
Thanks for sharing.... :)
-
thanks for sharing!
-
Thanks for sharing.
-
Very informative post. We should learn the process. :)
-
wow...nice post
-
thanks for sharing
-
Thanks for sharing.