Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: Kazi Taufiqur Rahman on December 08, 2014, 02:10:36 PM

Title: একে ভেতরে ২ যন্ত্রের ল্যাপটপ কম্পিউটার
Post by: Kazi Taufiqur Rahman on December 08, 2014, 02:10:36 PM
ডেলের ইন্সপাইরন ৩১৪৮ মডেলের একে ভেতরে ২ যন্ত্রের ল্যাপটপ কম্পিউটার বাজারে পাওয়া যাচ্ছে। আল্ট্রাবুক প্রযুক্তির এই ল্যাপটপে আছে ১১.৬ ইঞ্চির টাচস্ক্রিন। এটি ৩৬০ ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরিয়ে ল্যাপটপ মোড, স্ট্যান্ড মোড, টেন্ট মোড এবং ট্যাবলেট পিসি মোডে ব্যবহার করা যায়। এতে আছে ১.৭ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআই-৩ প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, এইচডি ওয়েবক্যাম ইত্যাদি।
আরও আছে তারহীন ল্যান, ব্লুটুথ ৪.০, ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট। গ্লোবাল ব্র্যান্ডের আনা এই ল্যাপটপের দাম ৫৫ হাজার টাকা।
Title: Re: একে ভেতরে ২ যন্ত্রের ল্যাপটপ কম্পিউটার
Post by: saikat07 on November 21, 2016, 12:13:07 AM
Thanks for sharing