Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: Tasnuva Anowar on December 10, 2014, 09:53:10 AM

Title: দুদিকেই ১৩ মেগাপিক্সেল!
Post by: Tasnuva Anowar on December 10, 2014, 09:53:10 AM
সেলফিপ্রেমীদের জন্য অ্যান্ড্রয়েডনির্ভর একটি স্মার্টফোন ভারতের বাজারে আনছে মাইক্রোম্যাক্স। ক্যানভাস সেলফি নামের এই স্মার্টফোনটির সামনে থাকছে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। জানুয়ারি মাস থেকে ভারতের বাজারে অনলাইন ও অফলাইনে এই ফোনটি বিক্রি শুরু হবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।


ক্যানভাস সেলফি স্মার্টফোনটিতে থাকছে ৪.৭ ইঞ্চি মাপের এইচডি আইপিএস ডিসপ্লে। ১.৭ গিগাহার্টজের মিডিয়াটেক অক্টা কোর প্রসেসর ও দুই জিবি র‌্যাম। ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধার স্মার্টফোনটির দাম অবশ্য জানায়নি মাইক্রোম্যাক্স।

দুই সিমের এই ফোনটির পেছনেও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। দুটি ক্যামেরাতেই অটো ফোকাস ও সনির তৈরি সেন্সর থাকবে। এ ছাড়া ফোনে উন্নত সেলফি পেতে বিল্টইন কিছু টুল ও অ্যাপ্লিকেশন থাকবে যাতে ছবি আরও সুন্দর করা যাবে।

বর্তমানে বাজারে বেশ কয়েকটি সেলফি ফোন রয়েছে। এর মধ্যে এইচটিসি ডিজায়ার ৮২০ স্মার্টফোনের সামনে কেবল আট মেগাপিক্সেলের ক্যামেরা আছে। এ ছাড়া অপো এন১, এন১ মিনি ও এন৩ ফোনে এমন ক্যামেরা বসানো আছে যা সামনে ও পেছনে ঘোরানো যায়।

মাইক্রোম্যাক্সের প্রধান নির্বাহী ভীনিত তানেজা বলেছেন, ‘গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে পণ্য তৈরি করে মাইক্রোম্যাক্স। প্রতিদিন যেখানে ১০ লাখেরও বেশি সেলফি তোলা হচ্ছে আর তাতে ৪০ শতাংশ ক্ষেত্রেই সেলফি সুন্দর করতে আবার সফটওয়্যারের সাহায্য নেওয়া লাগছে। আমরা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয় করে নিখুঁত সেলফি তোলার ফোন সেলফি ক্যানভাস বাজারে উন্মুক্ত করেছি।’
Title: Re: দুদিকেই ১৩ মেগাপিক্সেল!
Post by: Kazi Taufiqur Rahman on December 10, 2014, 03:03:54 PM
 :)