Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: Tasnuva Anowar on December 10, 2014, 09:53:39 AM

Title: কম্পিউটার চলবে আলোর গতিতে
Post by: Tasnuva Anowar on December 10, 2014, 09:53:39 AM
কম্পিউটারে তার ব্যবহার করা হয় বলেই এখনকার কম্পিউটারে তথ্য স্থানান্তরের গতি মন্থর। কিন্তু যদি তারবিহীন উপায়ে আলোর মাধ্যমে তথ্য পাঠানো যায়?
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করছেন, আলোর মাধ্যমে তথ্য স্থানান্তর করা গেলে কম্পিউটারের গতি অনেক বেড়ে যাবে। তাঁরা সে রকমই দক্ষতাসম্পন্ন ও দ্রুতগতির কম্পিউটার তৈরির দ্বারপ্রান্তে চলে এসেছেন। খবর পিটিআইয়ের।
মার্কিন গবেষকেরা দাবি করেছেন, তাঁরা প্রিজমসদৃশ একটি যন্ত্র তৈরি করেছেন, যা আলোর একটি রশ্মিকে বিভিন্ন রঙে আলাদা করে ফেলতে পারে এবং তা নির্দিষ্ট কোণে ঘুরিয়েও দিতে পারে। এই উদ্ভাবনের ফলে বৈদ্যুতিক উপায়ে তথ্য স্থানান্তরের পরিবর্তে অপটিকসযুক্ত কম্পিউটার নির্মাণের পথ খুলবে।
গবেষক জেলেনা ভুকোভিচ জানিয়েছেন, তারের চেয়ে আলো বেশি তথ্য বহন করতে পারে। এ ছাড়া এতে শক্তির অপচয় কম হয়।
এর আগে তাঁর দল পৃথক একটি এলগরিদম তৈরি করেছিল, যা দিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অপটিক্যাল কাঠামোর নকশা এবং আলো নিয়ন্ত্রক ন্যানোস্কেলের কাঠামো তৈরি সম্ভব। বর্তমানে গবেষকেরা ওই এলগরিদম কাজে লাগিয়ে ফাইবার অপটিক নেটওয়ার্কে ক্ষুদ্র প্রিজমসদৃশ যন্ত্রটি পরীক্ষা করছেন। ক্ষুদ্র সিলিকনের ওপর বারকোডের মতো নকশা করে এই কাঠামো তৈরি করেছেন তাঁরা।
Title: Re: কম্পিউটার চলবে আলোর গতিতে
Post by: Kazi Taufiqur Rahman on December 10, 2014, 03:03:40 PM
nice post.