Daffodil International University

Bangladesh => Law of Bangladesh => Topic started by: Sultan Mahmud Sujon on December 13, 2014, 03:03:14 PM

Title: Car driver contact form
Post by: Sultan Mahmud Sujon on December 13, 2014, 03:03:14 PM
গাড়ি চালক পরিচিতি ফর্ম
পূর্ণ নামঃ

ডাক নাম (যদি থাকে):

বয়সঃ

শারীরিক বর্ণনাঃ গায়ের রং : চোখের রং : উচ্চতা : সনাক্তকরণ চিহ্ন :

পিতা/স্বামীর নামঃ

মাতার নামঃ

মোবাইল নম্বরঃ

জাতীয় পরিচয়পত্র নম্বরঃ

শিক্ষাগত যোগ্যতাঃ

সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণি ও বৎসর (প্রযোজ্য ক্ষেত্রে):

স্থায়ী ঠিকানাঃ গ্রাম: ডাকঘর: থানা: জেলা:

বর্তমান ঠিকানাঃ

বৈবাহিক অবস্থাঃ

বিবাহিত হলে স্বামী/স্ত্রীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বরঃ

ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্যাবলীঃ
১। ধরণ: হালকা/ভার
২। প্রকার: প্রফেশনাল/নন-প্রফেশনাল
৩। লাইসেন্স নম্বর:
৪। ইস্যুকারী কর্তৃপক্ষ:
৫। বৈধতার মেয়াদ:

পূর্বে কোথাও নিয়োজিত থাকলে সে সংক্রান্ত তথ্যঃ

স্থানীয় চেয়ারম্যান/মেম্বার/ওয়ার্ড কাউন্সিলর এর পূর্ণ নাম ও মোবাইল নম্বরঃ

যার মাধ্যমে নিয়োজিত হলেন তার নাম, ঠিকানা ও মোবাইল নম্বরঃ

পুলিশকে অবহিত করা হয়েছে কি নাঃ হ্যাঁ না

উত্তর ‘হ্যাঁ’ হলে বিবরণ লিখুনঃ (কোন থানাকে, কত তারিখে অবহিত করা হয়েছে )

অভিভাবকের নাম ও স্বাক্ষর

যাচাইকৃত মোবাইল নম্বরঃ
Title: Re: Car driver contact form
Post by: Talukdar Rasel Mahmud on April 11, 2015, 11:50:08 AM
Useful information. Thanks for sharing.