Daffodil International University

General Category => Common Forum => Topic started by: faruque on December 18, 2014, 04:37:40 PM

Title: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ডিপার্টমেন্ট আছে?
Post by: faruque on December 18, 2014, 04:37:40 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ডিপার্টমেন্ট আছে?

(http://answers.priyo.com/sites/default/files/styles/large/public/201412/12079199295_e2fab9c24a_b_0.jpg?itok=R_L01IBX)

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারী বিশ্ববিদ্যালয়। বহু-অনুষদভিত্তিক গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে এর পরিচিতি রয়েছে। এ বিশ্ববিদ্যালয় ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে প্রায় ৩৩৫০০ ছাত্র-ছাত্রী এবং ১৮০৫ জন শিক্ষক রয়েছে৷ ১৯২১ সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষাব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয়। সূচনালগ্নে বিভিন্ন প্রথিতযশা বৃত্তিধারী ও বিজ্ঞানীদের দ্বারা কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি ’প্রাচ্যের অক্সফোর্ড’ নামে স্বীকৃতি পায়।

বাংলাদেশের উচ্চ শিক্ষিত সম্প্রদায়ের প্রায় দুই-তৃতীয়াংশ এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবচেয়ে বেশিসংখ্যক বাংলাদেশ বিজ্ঞান অ্যাকাডেমি পদক লাভ করেছেন। এছাড়াও, বাংলাদেশের সর্ববৃহৎ ও একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এশিয়াউইকের পক্ষ থেকে শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নেয়।

দেশের সর্ব প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৩ টি অনুষদ, ৭০ টি বিভাগ, ১০ টি ইন্সটিটিউট এবং ৩৯ টি গবেষণা কেন্দ্র রয়েছে। এছাড়া ছাত্র-ছাত্রীদের থাকার জন্যে রয়েছে ২০ টি আবাসিক হল ও হোস্টেল।

- See more at: http://answers.priyo.com/
Title: Re: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ডিপার্টমেন্ট আছে?
Post by: fahad.faisal on January 29, 2018, 11:21:14 PM
Thanks a lot for the informative post.
Title: Re: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ডিপার্টমেন্ট আছে?
Post by: 710001113 on March 21, 2018, 06:16:32 PM
thanks a lot.
Title: Re: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ডিপার্টমেন্ট আছে?
Post by: Md. Nazmul Hasan on April 05, 2018, 10:33:59 AM
Thank you for ur  informative post.