Daffodil International University
General Category => Common Forum => Topic started by: faruque on December 20, 2014, 05:54:43 PM
-
২৪ ডিসেম্বর থেকে ৫ দিনের রিহ্যাব ফেয়ার শুরু
(http://www.dailynayadiganta.com/news_image/95308_re.jpg)
আগামী ২৪ ডিসেম্বর থেকে আগারগাঁয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বার্ষিক ফেয়ার।
প্রতি বছরই শীতের এ সময়ে এ ধরনের ফেয়ারের আয়োজন করে থাকে আবাসন কোম্পানির সংগঠন রিহ্যাব। এবার মেলায় মোট ১৫০টি স্টল থাকবে। ১৩টি প্রতিষ্ঠান কো-স্পন্সর হিসেবে থাকছে। ২৪ ডিসেম্বর সকাল ১১টায় মেলা শুরু হবে। পাঁচদিন ব্যাপি এ মেলা ২৫ ডিসেম্বর থেকে শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে রাত নয়টায়।
মেলায় প্রবেশের জন্য একদিনের টিকেটের দাম ৫০ টাকা এবং পাঁচদিনের টিকিটের দাম নেয়া হবে ১০০ টাকা।
প্রবেশ টিকিটের জন্য থাকছে র্যাফেল ড্র। প্রথম পুরস্কার হিসেবে থাকবেএকটি ৪২ ইঞ্চি এলইডি টিকিট। দ্বিতীয় পুরস্কার দেড় টনের একটি স্পিট এসি। তৃতীয় পুরস্কার একটি ১৪ সিএফটি ফ্রিজার, চতুর্থ পুরস্কার একটি ওয়াশিং মেশিন।
মেলা উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
- See more at: http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=OTUzMDg=&s=MTc=#sthash.BClKLr9T.dpuf