Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: faruque on December 22, 2014, 01:42:54 PM

Title: ঢাকায় তথ্য প্রযুক্তি সম্মেলন
Post by: faruque on December 22, 2014, 01:42:54 PM
ঢাকায় তথ্য প্রযুক্তি সম্মেলন

(http://www.bd-pratidin.com/assets/images/news_images/2014/12/22/bdp.bdpp_51499.jpg)
ঢাকায় আজ সোমবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী তথ্য প্রযুক্তিবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন। প্রকৌশলীদের আন্তর্জাতিক সংস্থা আই ট্রিপল-ই এবং বাংলাদেশের ডেফোডিল বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই আয়োজন করেছে। বাংলাদেশের ডেভেলপারদের কাজের সঙ্গে আন্তর্জাতিক গবেষকদের যোগাযোগ তৈরির লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


আয়োজকেরা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে গবেষকরা এই সম্মেলনে তাদের বিভিন্ন গবেষণা উপস্থাপন করবেন।

- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2014/12/22/51499#sthash.o8zCGYoK.dpuf