Daffodil International University

Faculty of Humanities and Social Science => English => Topic started by: sushmita on December 23, 2014, 11:49:14 PM

Title: ব্রন থেকে মুক্তি পাওয়ার ১১ টি উপায়ঃ
Post by: sushmita on December 23, 2014, 11:49:14 PM
ব্রন থেকে মুক্তি পাওয়ার ১১ টি উপায়ঃ

১. বরফ ব্যাবহারঃ
মুখে উপর বরফ ঘষুন ১০ মিনিটের মত।
এতে ব্রন কম বের
হবে এবং ইতিমধ্যে যদি ব্রন বেরিয়েও
থাকে,কমে যাবে ।
২. টুথপেস্ট ব্যবহারঃ
ব্রনের উপর সামান্য করে টুথপেস্ট
লাগিয়ে রাখুন সারারাত ।
সকালে ধুয়ে ফেলুন । এতে ব্রন
আকারে কমে যাবে । এবং শুকিয়েও যাবে।
৩. রসুন ব্যবহারঃ
ব্রনের উপরে এবং চারপাশে কাচা রসুন
ঘষে দিন ।
এতে খুব দ্রুত সমস্যার সমাধান
হবে এবং দাগ ও অনেক কমে যাবে ।
৪. কমলার খোসা ব্যবহারঃ
কমলার খোসা বেটে পেস্ট
তৈরি করে মুখে মাখুন । ব্রন কমে যাবে ।
৫. মধু ব্যবহারঃ
ব্রন ওঠার সাথে সাথে এর উপরে মধু
লাগিয়ে দিন ।
এটা আর বাড়তে পারবে না ।
৬. কাগজি লেবু ব্যবহারঃ
ঘুমানোর আগে মুখে কাগজি লেবুর রস মাখুন
এবং সকালে ধুয়ে ফেলুন । মুখ ব্রন মুক্ত
থাকবে।
৭. ভিনেগার ব্যবহারঃ
সামান্য পানি এবং ভিনেগার প্রথমে গরম
করুন একসাথে । তারপর ঠাণ্ডা করে এই
মিশ্রন মুখে ব্যবহার করুন । ৫ মিনিট পর
ধুয়ে ফেলুন ।
৮. আলু ব্যবহারঃ
আলু স্লাইস করে কেটে ব্রনের উপর ঘষুন
৫-৭
মিনিট । ব্রনের আকার অনেক কমে যাবে ।
৯. শশা ব্যবহারঃ
শশা থেতো করে সামান্য লেবুর রস
একসাথে করে মিশিয়ে নিন
এবং মুখে লাগান ।
আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন । ব্রন হবে না ।
থাক্লেও অনেক কমে যাবে ।
১০. মুখের পরিচ্ছন্নতাঃ
ভাল ফেস ওয়াশ দিয়ে দিনে অন্তত ২ বার
মুখ ভাল
করে পরিস্কার করবেন । মুখে কখনই সাবান
ব্যবহার
করবেন না । নোংরা কাজ করার পর
এবং প্রতিবার
বাইরে থেকে এসে ভাল করে মুখ ধোবেন ।
এবং নিয়মিত নামাজ পরার জন্য অজু করলেও
ব্রন হবে না , থাক্লেও কমে যাবে ।
১১. চোখের ড্রপ ব্যবহারঃ
খুবই কার্যকরী পদ্ধতি । ব্রনের উপর ১
ফোটা করে ইউজ করলেই অনেক কমে যাবে ।
আশাকরছি, এতগুলো থেকে আপনার সুবিধামত
১-২টা ট্রাই করলেই ভাল ফলাফল পাবেন।
Title: Re: ব্রন থেকে মুক্তি পাওয়ার ১১ টি উপায়ঃ
Post by: Afroza Akhter Tina on April 22, 2015, 08:51:55 AM
This one can be the most effective one for me in terms of application,got to know lots of things :D Thanks for sharing.


Afroza Akhter Tina
Senior Lecturer,Dept.of English
Daffodil International University
Title: Re: ব্রন থেকে মুক্তি পাওয়ার ১১ টি উপায়ঃ
Post by: A.S. Rafi on April 26, 2015, 06:35:52 PM
:D
Title: Re: ব্রন থেকে মুক্তি পাওয়ার ১১ টি উপায়ঃ
Post by: Tahsina on April 27, 2015, 10:05:36 AM
Unfortunately, I don't have the time to apply all these. :(
Title: Re: ব্রন থেকে মুক্তি পাওয়ার ১১ টি উপায়ঃ
Post by: nujhat.eng on April 27, 2015, 11:01:49 AM
how to have a fresh skin and maintain?
Title: Re: ব্রন থেকে মুক্তি পাওয়ার ১১ টি উপায়ঃ
Post by: islam993@diu.edu.bd on April 29, 2015, 03:05:47 PM
Fantastic  therapy  Madam ...
Title: Re: ব্রন থেকে মুক্তি পাওয়ার ১১ টি উপায়ঃ
Post by: A.S. Rafi on April 29, 2015, 09:44:31 PM
you're a life-saver! Currently I am having three ব্রন and toothpaste seems the easiest solution  ;D
Title: Re: ব্রন থেকে মুক্তি পাওয়ার ১১ টি উপায়ঃ
Post by: Afroza Akhter Tina on May 20, 2015, 01:06:40 PM
...honey seems to be the most easiest for me to apply :) ...as I am in need so I would manage time  :(





Afroza Akhter Tina
Senior Lecturer
Department of English, DIU